মঙ্গলবার রাতে পঞ্জাবের মোহালিতে (Mohali) বাইক পার্কিং নিয়ে বচসা থেকে সমস্যা গিয়ে ঠেকল হাতাহাতিতে। এর ফলেই ৩৯ বছরের এক বিজ্ঞানীর মৃত্যু হল। বুধবার পুলিশের কাছে একটি অভিযোগ দায়ের হয়েছে সেই প্রতিবেশীর বিরুদ্ধে। অনিচ্ছাকৃত খুনের মামলা রুজু করে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃত ব্যক্তির নাম অভিষেক স্বর্ণকার। তিনি ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইআইএসইআর)-এর প্রজেক্ট সায়েন্টিস্ট ছিলেন। ঝাড়খণ্ডের ধানবাদের বাসিন্দা তিনি। তিনি মোহালিতে আসার আগে সুইৎজ়ারল্যান্ডে কর্মরত ছিলেন। কিছুদিন আগেই আইআইএসইআর-এ যোগ দিয়েছিলেন। জানা গিয়েছে, বাবা-মাকে সঙ্গে নিয়ে মোহালির সেক্টর ২৯-এ একটি বাড়ি ভাড়া নিয়ে থাকতেন।
আরও পড়ুন-কেরল থেকে গ্রেফতার লিথুয়ানিয়ার এক ‘মোস্ট ওয়ান্টেড’
মঙ্গলবার রাতে কাজ থেকে ফিরে তিনি দেখেন প্রতিবেশী যুবক মন্টির বাইক দাঁড় করানো ছিল। বাইকের কাছেই মন্টি এবং পাড়ার কয়েক জন দাঁড়িয়ে ছিলেন। অভিষেক মন্টিকে বাইক সরাতে বলেন। তবে মন্টি বাইক সরাতে রাজি হয় না। অভিষেক নিজেই সেই বাইক সরানোর চেষ্টা করেন। তারপর থেকেই দুজনের মধ্যে বচসা শুরু হয়। ঝামেলার মধ্যেই মন্টি অভিষেককে ধাক্কা মারেন ও এলোপাথারি ঘুষি চালান। এর ফলে টাল সামলাতে না পেরে রাস্তায় পড়ে যান অভিষেক। আওয়াজ পেয়ে দুই পরিবারের অভিভাবকেরা ছুটে আসেন। এরপর প্রতিবেশীরাও এগিয়ে আসেন। মন্টিকে টেনে সরিয়ে নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুন-দিল্লিতে ব্রিটিশ তরুণীকে ধ.র্ষণ
পুলিশ সূত্রে খবর, রাস্তায় পড়ে অভিষেক আঘাত পান। গুরুতর অসুস্থ হয়ে পড়ার ফলে তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর। অভিষেকের আগে থেকেই কিডনির সমস্যা ছিল। কিছুদিন আগে তাঁর একটি কিডনি প্রতিস্থাপন করা হয়েছিল। অভিষেককে নিজের একটি কিডনি দান করেন তাঁর দিদি। অভিষেকের ডায়ালিসিসও চলছিল।
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…