২১-এর স্মরণে গান লিখলেন যুব তৃণমূল নেতা

২১-এর স্মরণে গান লিখলেন আলিপুরদুয়ারের জেলা যুব তৃণমূল সভাপতি সমীর ঘোষ। শুধু লেখা নয়, সেই গান গেয়েছেনও তিনি।

Must read

সংবাদদাতা, আলিপুরদুয়ার : ২১-এর স্মরণে গান লিখলেন আলিপুরদুয়ারের জেলা যুব তৃণমূল সভাপতি সমীর ঘোষ। শুধু লেখা নয়, সেই গান গেয়েছেনও তিনি। মঙ্গলবার অ্যালবাম প্রকাশিত হল।

আরও পড়ুন-সেরা আপুইয়া, জীবনকৃতি রাজুকে

গান রিলিজ করে সমীর বলেন, ৩৪ বছরের বাম অপশাসন থেকে মুক্তি দিতে ১৯৯৩ সালের ২১ জুলাই মানুষের স্বার্থে আন্দোলন সংঘটিত করেছিলেন যুব কংগ্রেসের কর্মীরা। সেই শান্তিপূর্ণ আন্দোলনে বাম পুলিশ ও গুন্ডাবাহিনীর গুলিতে ১৩ জন যুবনেতার প্রাণ যায়। সেই শহিদদের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেই যুব তৃণমূলের এই গানের অ্যালবাম। সেই ঘটনার ছবি যেমন রয়েছে, পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই-আন্দোলনের ইতিহাস তুলে ধরা হয়েছে এই অ্যালবামে। আগামী দিনের লড়াই, সংগ্রামের বিষয়ও তুলে ধরা হয়েছে বলে দাবি যুব তৃণমূল সভাপতি সমীর ঘোষের। সবার ভাল লাগবে বলে আশা তাঁর।

Latest article