ধর্ষণের ঘটনার পর দু’মাস পেরিয়ে গেলেও এখনও যোগীরাজ্যে (Uttar Pradesh) অধরা অভিযুক্ত। পুলিশের কাছে গেলেও সহযোগিতা পাওয়া যাচ্ছে না। বার বার প্রশ্ন উঠছে অভিযুক্তের বিরুদ্ধে কেন এখনও কোনও পদক্ষেপ করা হয়নি, কেন তাঁকে গ্রেফতার করা যায়নি। বেগতিক দেখে পুলিশ এবং প্রশাসনের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) সরকারি বাসভবনের সামনে গায়ে আগুন লাগানোর চেষ্টা করলেন এক তরুণী। কিন্তু বাসভবনের বাইরে নিরাপত্তাকর্মীরা তাঁকে ধরে ফেলেন।
আরও পড়ুন-বাংলাকে পর্যুদস্ত করা অতই সহজ!
গত ২৪ জুন গাজ়িয়াবাদের শালিমার গার্ডেন থানা এলাকায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন তরুণী। নির্যাতিতা দাবি, কর্তব্যরত পুলিশ আধিকারিকরা তাঁর অভিযোগ নিতেই চান নি। উপায় না দেখে ওই তরুণী হাইকোর্টের দ্বারস্থ হন। হাই কোর্টের নির্দেশে ২৫ দিন পর পুলিশ অভিযোগ দায়ের করে। কিন্তু তারপরেও অভিযুক্তকে গ্রেফতার করেনি পুলিশ। পুলিশের কাছে তদন্তের বিষয়ে জানতে চাইলেও কোনও সহযোগিতা পাননি। তিনি সমাজমাধ্যমে জানান যদি পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে কোনও রকম পদক্ষেপ না নেয় বা তাঁকে গ্রেফতার করতে না পারে, তা হলে মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে তিনি আত্মহত্যা করবেন।
আরও পড়ুন-পেট্রোল-ডিজেল নয়, চলবে ব্যাটারিতে, থ্রি হুইলার-এর উদ্বোধন একলাখি গাড়ির ঘোষণা
এতো কিছুর পরেও নিজের ওপর হওয়া অত্যাচারের সুবিচার না পেয়ে নির্যাতিতা হতাশ হয়ে গাজ়িয়াবাদ থেকে লখনউয়ে যান। শুক্রবার মুখ্যমন্ত্রী যোগীর বাসভবনের সামনে নিজের গায়ে তরল পদার্থ ঢেলে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তার আগেই নিরাপত্তাকর্মীরা নির্যাতিতাকে ধরে স্থানীয় থানার পুলিশের হাতে তুলে দেয়। সেখান থেকে গাজ়িয়াবাদের শালিমান গার্ডেন থানার সঙ্গে যোগাযোগ করা হয়। পুলিশ এসে তাঁকে উদ্ধার করে নিয়ে যায়। স্বাভাবিকভাবেই এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে আর যোগীর রাজ্যে নারী নিরাপত্তা বলে যে কিছুই নেই সেই কথা আরও একবার স্পষ্ট হয়ে গেল।