প্রতিবেদন : আবার শিরোনামে যোগীরাজ্য। নৈরাজ্যে এগিয়ে থাকা বিজেপি শাসিত উত্তরপ্রদেশে আবারও নারীনির্যাতনের বীভৎস ছবি। ধর্ষণের পরে নৃশংসভাবে মুখ থেকে কোমর পর্যন্ত পুড়িয়ে খুন করা হল এক তরুণীকে। রাস্তাতেই একটি বাক্সবন্দি অবস্থায় তরুণীর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এনকাউন্টার, বুলডোজার সহ সমস্ত বলপ্রয়োগ করেও অপরাধ দমনে যে উত্তরপ্রদেশের বিজেপি প্রশাসন মুখ থুবড়ে পড়ছে, এই ঘটনা তারই উদাহরণ। অপরাধ কমার তো কোনও লক্ষণই নেই, বরং বেড়েই চলেছে ভয়ঙ্কর অপরাধের প্রবণতা।
আরও পড়ুন-মোদিরাজ্যের ছায়া উত্তরপ্রদেশেও! মর্মান্তিক পরিণতি বাংলার পরিযায়ী শ্রমিকের
শনিবার রাতে উত্তরপ্রদেশের ভদোহী জেলার লালানগর টোল প্লাজার কাছে ১৯ নম্বর জাতীয় সড়কের উপর একটি সন্দেহজনক বাক্স পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাঁদের বক্তব্য, বাক্সটি থেকে পোড়া গন্ধ বের হচ্ছিল। স্থানীয় বাসিন্দারাই পুলিশকে খবর দেন। পুলিশ এসে বাক্সের ভিতর থেকে তরুণীর আধপোড়া, অর্ধনগ্ন দেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক অনুমান, ধর্ষণের পর তরুণীকে যাতে শনাক্ত করা না যায়, তা নিশ্চিত করতেই দেহ পুড়িয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন-রবিনসন স্ট্রিটের ছায়া এবার হুগলির চুঁচুড়ায়
পুলিশ জানিয়েছে, বাক্সের ভিতর তরুণীর দু’টি পা দড়ি দিয়ে শক্ত করে বাঁধা ছিল। মুখ থেকে কোমর পর্যন্ত কেউ বা কারা পেট্রোল ঢেলে জ্বালিয়ে দিয়েছে। মুখ ঝলসে যাওয়ায় তাঁকে শনাক্ত করতে সমস্যা হচ্ছে। তবে তরুণীর বয়স ২০ বছরের কাছাকাছি বলে আন্দাজ পুলিশের।
শনিবার রাতে পুলিশ কুকুর দিয়ে এলাকার তল্লাশি চালানো হয়। খুনের তথ্যপ্রমাণ সংগ্রহ করার চেষ্টা চলছে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। তাঁর পরিচয় জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…