শুক্রবার সকালে নিউটাউনের সাপুরজি এলাকায় বাইক দুর্ঘটনায় (Accident) প্রাণ গেল তরুণীর। পুলিশ সূত্রে খবর, এক মহিলা-সহ মোট তিনজন একটি বাইকে করে ব্রিজ থেকে নেমে সাপুরজি আবাসনের দিকে যাচ্ছিলেন। সেই সময় দুচাকা নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। এরপরই ছিটকে পড়েন আরোহীরা। টেকনোসিটি থানার পুলিশ আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে মহিলা বাইক আরোহীকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। অপর দুজনের আঘাত বেশ গুরুতর, শুরু হয়েছে চিকিৎসা। বেপরোয়া গতি নাকি কুয়াশার কারণে এই দুর্ঘটনা তা জানতে তদন্তে পুলিশ ।
আরও পড়ুন- বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনা, লরির ধাক্কায় দুমড়ে গেল গাড়ি, আহত ৩