হায়দরাবাদে ধর্ষণ থেকে বাঁচতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিলেন তরুণী

তার পরেই এক অজ্ঞাতপরিচয় যুবক ওই মহিলা কামরায় ওঠেন। কামরা ফাঁকা থাকার সুযোগ নিয়ে ওই যুবক তাঁকে ধর্ষণের চেষ্টা করে।

Must read

হায়দরাবাদে (Hyderabad) ট্রেনের ফাঁকা কামরায় ধর্ষণের চেষ্টা থেকে বাঁচতে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিলেন এক তরুণী। নিজেকে বাঁচাতেই ট্রেন থেকে ঝাঁপ দিয়ে গুরুতর জখম হয়েছেন ওই যুবতী। ইতিমধ্যেই এই নিয়ে অভিযোগ দায়ের হয়েছে রেল পুলিশে। একটি বেসরকারি সংস্থার কর্মচারী ওই যুবতী পুলিশকে জানিয়েছেন, গত ২২ মার্চ, শনিবার ট্রেনে মেডচল থেকে সেকেনদরাবাদে মোবাইল ঠিক করাতে যাচ্ছিলেন তিনি। তিনি ট্রেনের মহিলা কামরায় উঠেছিলেন। প্রথমে তাঁর সঙ্গে আরও দু’জন ছিলেন তবে তারা অলওয়াল স্টেশনে নেমে যান। তার পরেই এক অজ্ঞাতপরিচয় যুবক ওই মহিলা কামরায় ওঠেন। কামরা ফাঁকা থাকার সুযোগ নিয়ে ওই যুবক তাঁকে ধর্ষণের চেষ্টা করে।

আরও পড়ুন-বিচারব্যবস্থার করুণ অবস্থা দেখুক মানুষ, কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে লড়াই হবে আগামী ভোটে : অভিষেক

তরুণী অভিযোগে জানান ওই যুবকের বয়স আনুমানিক পঁচিশ হবে। ট্রেনে উঠে তিনি তরুণীকে কুপ্রস্তাব দিয়েছিলেন আর সেই প্রস্তাব না মানার পরেই তিনি ধর্ষণের চেষ্টা করেন। নিজেকে বাঁচাতে উপায় না দেখে ট্রেন থেকে ঝাঁপ দেন তিনি। তরুণীর মাথায়, হাতে, কোমরে গুরুতর চোট লেগেছে। স্টেশনে থাকা অন্য যাত্রীরাই যুবতীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

তরুণীর অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই মামলা রুজু করেছে পুলিশ। তদন্তও শুরু হয়েছে। তিনি পুলিশকে জানিয়েছেন,অভিযুক্তকে চিহ্নিত করতে পারবেন তিনি।

Latest article