যোগীর উত্তরপ্রদেশ চলন্ত গাড়িতে বোনের সামনে খুন তরুণী

নিহত তরুণী পেশার তাগিদে একটি বিয়েবাড়িতে কনে সাজাতে গিয়েছিলেন। বোনকে সঙ্গে নিয়ে বিয়েবাড়িতে গিয়েছিলেন তিনি।

Must read

ঘটনাস্থল সেই উত্তরপ্রদেশ (UttarPradesh)। ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে নারী সুরক্ষা ভাঁড়ের তলানিতে গিয়ে ঠেকেছে। চলন্ত গাড়িতে খুন করা হল এক তরুণীকে। দিদির মৃত্যু চোখের সামনে দেখল বোন। জানা গিয়েছে, চলন্ত গাড়িতে তিন যুবক মিলে ওই তরুণীকে ধর্ষণের চেষ্টা করেছিলেন। বাধা দেওয়ায় তরুণীর ঘাড়ে পর পর কোপ বসিয়ে দেয় তারা আর তার ফলেই গাড়িতেই তাঁর মৃত্যু হয়। গত কয়েক দিনে পর পর গণধর্ষণ বা ধর্ষণের চেষ্টার মতো অভিযোগে উত্তরপ্রদেশ এই মুহূর্তে শিরোনামে। বারাণসী, কাসগঞ্জ, রামপুরের পর এবার লখনউ।

আরও পড়ুন-ইস্টবেঙ্গলের তথ্যচিত্র উদ্বোধনে মুখ্যমন্ত্রী

নিহত তরুণী পেশার তাগিদে একটি বিয়েবাড়িতে কনে সাজাতে গিয়েছিলেন। বোনকে সঙ্গে নিয়ে বিয়েবাড়িতে গিয়েছিলেন তিনি। বিয়েবাড়ি থেকে গাড়িও পাঠানো হয়। এদিন সেই গাড়িতে ছিলেন তিন যুবক। বিয়েবাড়ির সাজ শেষ করে আবার সেই গাড়িতেই বাড়ি ফেরার জন্য উঠে বসেন দুই বোন। ফেরার পথে তাঁদের শ্লীলতাহানি করা হয়। নিহতের বোন জানিয়েছেন, তাঁর দিদিকে ধর্ষণের চেষ্টা করেছিলেন অভিযুক্তেরা। কিন্তু দিদি সেটাতে বাধা দেন। রেগে গিয়ে একজন তরুণীর ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। দু’জনেরই শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ জানিয়েছেন নিহতের বোন।

আরও পড়ুন-পণের দাবি মেটেনি, যোগীরাজ্যে পার্লারে ঢুকে স্ত্রীর বিনুনি কাটলেন স্বামী

ভয়ঙ্কর সেই স্মৃতি মনে করলেই শিউরে উঠছেন অভিযোগকারিণী। তিনি জানান রক্তাক্ত অবস্থায় দিদি যখন ছটফট করছিলেন, সেই সময়ে হঠাৎ তাঁদের গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। রাস্তার একটি ডিভাইডারে ধাক্কা খেয়ে গাড়িটি উল্টে যায় গাড়ি। দুই বোনের চিৎকারে স্থানীয়রা এসে তাঁদের উদ্ধার করেন। কিন্তু তার আগেই অভিযুক্ত তিনজন পালিয়ে গিয়েছিলেন। এখানেই শেষ নয় হুমকি দিয়েছিলেন, কাউকে এই ঘটনার কথা জানালে বা থানায় অভিযোগ দায়ের করলে গোটা পরিবারকেই খুন করা হবে। সব জানতে পেরে নিহত তরুণীর স্বামী লখনউয়ের বঁথরা থানায় অভিযোগ দায়ের করেছেন। দেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। দু’জনকে গ্রেফতার করা গেলেও তৃতীয় অভিযুক্ত অধরা। জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, তৃতীয় জনই খুন করেছিলেন এই তরুণীকে।

Latest article