দিল্লির রাস্তায় তরুণীকে এলোপাথাড়ি ছুরির কোপ

দিল্লিতে বিজেপি শাসনক্ষমতায় আসার পরেই দ্রুত অবনতি হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির। অপদার্থতা প্রমাণিত হচ্ছে অমিত শাহর গেরুয়া পুলিশের।

Must read

প্রতিবেদন: দিল্লিতে বিজেপি শাসনক্ষমতায় আসার পরেই দ্রুত অবনতি হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির। অপদার্থতা প্রমাণিত হচ্ছে অমিত শাহর গেরুয়া পুলিশের। রাজধানীর পথেঘাটে নিরাপত্তার অভাব বোধ করছেন মহিলারা। ঘটে চলছে একটার পর একটা ঘটনা।
দক্ষিণ-পশ্চিম দিল্লির কিরবি প্লেস বাস স্টপ। সেই ব্যস্ত রাস্তায় প্রকাশ্যে ১৯ বছরের তরুণীকে কুপিয়ে খুনের চেষ্টা করা হল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎই তরুণীর এক বন্ধু তাঁকে লক্ষ্য করে এলোপাথাড়ি ছুরি চালায়। গুরুতর জখম অবস্থায় তাঁকে ডিডিইউ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, আক্রমণকারী যুবক নিজেকেও ওই ছুরি দিয়ে আঘাত করেন। তরুণীর সঙ্গে তিনিও একই হাসপাতালে চিকিৎসাধীন। কী কারণে এই আক্রমণ, তা এখনও স্পষ্ট নয়। যুবককে এখনও জিজ্ঞাসাবাদ করা যায়নি। তবে পুরো ঘটনা এলাকার সিসি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে। পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

আরও পড়ুন-চাপেও হাল ছাড়তে নেই : পন্থ

রবিবার রাত সাড়ে নটা নাগাদ আক্রান্ত হন তরুণী। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকা ওই তরুণীর দিকে ছুরি নিয়ে তেড়ে যান যুবক। এলোপাথাড়ি কোপ মারেন। ওই তরুণীর ঘাড় ও পেটের বাঁদিকে ভয়ানক চোট লেগেছে বলে জানা যাচ্ছে। তারপর যুবক নিজের বুকেও ছুরি চালিয়ে দেন। গুরুতর আহত অভিযুক্তও। রক্তে ভেসে যায় গোটা এলাকা। ব্যস্ত রাস্তার মাঝে এই ঘটনায় যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে।
সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, কী ভাবে তরুণীকে আক্রমণ করেছেন যুবক। রাস্তার ডিভাইডারের কাছে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন দু’জনে। ৪৫ সেকেন্ডের একটি সিসিটিভি ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেখানে দেখা গিয়েছে, ঘটনাস্থলে অনেকে জড়ো হয়েছেন। যুগলকে ঘিরে দাঁড়িয়ে আছেন তারা। পুলিশ জানিয়েছে, আহত তরুণীর বয়স ১৯ এবং আক্রমণকারী যুবকের বয়স ২০। গত
প্রায় এক বছর ধরে তাঁদের মধ্যে
সম্পর্ক আছে।

Latest article