করাচি, ২৩ অক্টোবর : ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ তুঙ্গে। দীর্ঘদিন পর ফের বাইশ গজে পরস্পরের মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী। ফলে রবিবাসরীয় মহারণ নিয়ে উৎসাহের অন্ত নেই ক্রিকেটপ্রেমীদের। প্রাক্তন পাক অধিনায়ক ইউনিস খানও এর ব্যতিক্রম নন। কোনও রাখঢাক না করেই তিনি জানাচ্ছেন, রবিবারের ম্যাচে পাকিস্তানকে সমস্যায় ফেলতে পারেন রোহিত শর্মা এবং জসপ্রীত বুমরা।
আরও পড়ুন : তৃণমূল সক্রিয় হতেই গোয়া নিয়ে ঘুম ভাঙল মোদির
একই সঙ্গে দুই প্রতিদ্বন্দ্বী অধিনায়ক বিরাট কোহলি এবং বাবর আজমকেও প্রশংসায় ভরিয়েছেন ইউনিস। তিনি বলেন, ‘‘বিরাট ও বাবর ভারত এবং পাকিস্তানের সবচেয়ে নির্ভরযোগ্য ব্যাটসম্যান। তবে আমার ধারণা, রবিবারের ম্যাচে রোহিত ও মহম্মদ রিজওয়ানও বড় ভূমিকা পালন করতে পারে। যেহেতু প্রচারের যাবতীয় আলো বিরাট ও বাবরের উপরে, তাই রোহিত এবং রিজওয়ান চাপমুক্ত। ওরা যদি নিজের নিজের দলের হয়ে ম্যাচ জেতানো পারফরম্যান্স করে, তাহলে আমি অন্তত অবাক হব না।’’
প্রাক্তন পাক অধিনায়ক আরও বলেন, ‘‘পাকিস্তানের জোরে বোলাররা ভাল ছন্দে রয়েছে। তবে গত কয়েক বছরে ভারতীয় পেস আক্রমণও দারুণ উন্নতি করেছে। বিশেষ করে জসপ্রীত বুমরা। ও অসাধারণ বোলার। পাকিস্তানের ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতেই পারে।’’ ইউনিস আরও জানিয়েছেন, তিনি বিরাট ও বাবরের মধ্যে তুলনা টানতে রাজি নন। এই প্রসঙ্গে তাঁর বক্তব্য, ‘‘ওরা দু’জনেই টপ ব্যাটসম্যান। বাবর এখনও বয়সে তরুণ। নিজের কেরিয়ারের সেরা সময়ে এখনও পৌঁছয়নি। অন্যদিকে, বিরাট বিশ্বের সেরাদের একজন। ২০০৮ সালে ও আন্তর্জাতিক কেরিয়ার শুরু করেছিল। তাই ওদের মধ্যে তুলনা টানা ঠিক হবে না।’’