রামপুরহাটের ঘটনা নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Jagdeep Dhankar) মন্তব্যে বেশ ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী। এর উত্তরে কড়া চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ধনকড়ের মন্তব্যকে দুর্ভাগ্যজনক বলে এদিন মুখ্য়মন্ত্রী লেখেন, রাজ্যপালের মন্তব্যের জেরে নিরপেক্ষ তদন্ত প্রভাবিত হতে পারে বলেও তিনি মনে করছেন।
আরও পড়ুন-রামপুরহাট কাণ্ডে ঘটনাস্থলে যাচ্ছেন রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য
চিঠিতে (Letter) মুখ্যমন্ত্রী লিখেছেন, “আপনি যে মন্তব্য করেছেন, তা দুর্ভাগ্যজনক। আপনার মন্তব্যে নিরপেক্ষ তদন্ত প্রভাবিত হতে পারে। সাংবিধানিক পদে থেকে এই ধরনের অসাংবিধানিক মন্তব্য দুর্ভাগ্যজনক।”
আরও পড়ুন-শিক্ষক নিয়োগ খুব দ্রুত শুরু হবে রাজ্যে, জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু
এরপরেই তোপ দাগেন মমতা। তিনি লেখেন, “বিজেপি শাসিত রাজ্যসহ দেশের অন্যান্য ঘটনায় আপনি নীরব থাকেন। আর এ রাজ্যে কোনও ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন। আপনার বিবৃতি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।” রামপুরহাটের ঘটনায় রাজপালের মন্তব্য নিয়ে তিনি যে অত্যন্ত অসন্তুষ্ট তা চিঠির প্রতিটি ছত্রে বুঝিয়ে দিয়েছেন মমতা।