সংবাদদাতা, শিলিগুড়ি: বাংলায় কথা বলার অপরাধে কর্মীকে মারধর, হেনস্থা এবং চাকরি থেকে ছাঁটাই! বেসরকারি সংস্থার বিরুদ্ধে উঠল এমনই অভিযোগ। ভিনরাজ্যের নয়, শিলিগুড়ির (siliguri) ঘটনা। আক্রান্ত কর্মীর নাম অভিষেক সেনগুপ্ত। অভিযোগ জানিয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেবের দ্বারস্থ হন তিনি। সোমবার মেয়র নিগৃহীতের বাড়িতেও গিয়েছিলেন। কড়া পদক্ষেপের আশ্বাসও দিয়ে এসেছেন তাঁকে। নিগৃহীত যুবকের অভিযোগ, শুধুমাত্র বাঙালি হওয়ায় তাঁকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছে। গত ৩ সেপ্টেম্বর ঘটে এই ঘটনা এবং ৪ সেপ্টেম্বর ছাঁটাইয়ের নোটিশ হাতে পান তিনি। পুলিশের দ্বারস্থ হলেও অভিযোগ গ্রহণ করা হয়নি বলে দাবি করেছেন অভিষেকবাবু। নিরাপত্তাহীনতায় ভুগে তিনি শনিবার শিলিগুড়ির (siliguri) মেয়র গৌতম দেবকে টক টু মেয়র’-এ ফোন করে বিষয়টি জানান। ঘটনার গুরুত্ব বুঝে রবিবার দুপুরে সরাসরি অভিষেক সেনগুপ্তর বাড়িতে গিয়ে দেখা করেন মেয়র। সঙ্গে ছিলেন শিলিগুড়ি থানার পুলিশ কর্মীরাও। মেয়র গৌতম দেব বলেন, গুরুতর অভিযোগ। এগুলো বরদাস্ত করা হবে না। পুলিশ কড়া ব্যবস্থা নেবে। মেয়রের আশ্বাসে কিছুটা স্বস্তি পেয়েছেন অভিষেক সেনগুপ্ত। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, মেয়রের সঙ্গে কথা বলার পর তিনি এখন অনেকটাই নিশ্চিন্ত এবং পুলিশের তদন্তে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে আশা করছেন।
আরও পড়ুন-উদাসীন বিএসএফ, রাজ্য প্রশাসনের চাপে অপহৃত কৃষককে ফেরাল বাংলাদেশ