পুরকর্মীর অতি সক্রিয়তার ফল হল মারাত্মক। ঘুমের ফলেই যে মর্মান্তিক মৃত্যু হবে সেটা স্বপ্নেও ভাবেনি কেউ। বরেলির (Bareli) বড়দারি এলাকায় ৪৫ বছরের এক যুবক নিশ্চিন্তে ঘুম দিচ্ছিলেন গাছের তলায়। হঠাৎ তাঁর উপরে পড়ল আর্বজনার স্তূপ। সেই কাদা-আবর্জনায় চাপা পড়ে, দমবন্ধ হয়ে মৃত্যু হল যুবকের।
আরও পড়ুন-পাকিস্তানে বালুচ সাংবাদিক আব্দুল লতিফ খু.ন
শনিবার পুলিশের তরফে জানানো হয়েছে একটি কবরস্থানের কাছে একটি গাছের নীচে ঘুমাচ্ছিলেন এই ব্যক্তি যিনি পেশায় সবজি বিক্রেতা। কোনদিকে নজর না দিয়েই পুরকর্মী তার উপর কাদার স্তূপ ফেলে দিলেন আর তার ফলেই মৃত্যু ওই ব্যক্তির। ব্যক্তির নাম সুনীল কুমার প্রজাপতি। বাড়ির থেকে কিছুটা দূরে একটি গাছের তলায় সেদিন ক্লান্তির থেকেই ঘুমিয়ে পড়েছিলেন। হঠাৎ এক পুরকর্মী ট্রাক ভর্তি নোংরা ও কাদা সুনীলের উপর ফেলে দিয়ে চলে যান। সেই আর্বজনার থেকে কিছুতেই বাইরে আসতে পারেন নি তিনি। দীর্ঘদিন চাপা পড়ে অবশেষে প্রাণ হারান সুনীল।
আরও পড়ুন-ছিঃ! হাইওয়েতে গাড়ি দাঁড় করিয়ে যৌনতায় মগ্ন বিজেপি নেতা
পুলিশ যদিও জানিয়েছেন শান্তিপুরের বাসিন্দা সুনীল কুমার প্রজাপতি সেদিন মদ্যপ অবস্থায় ছিলেন। বৃহস্পতিবার বিকেলে তার বাড়ির কাছে একটি গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছিলেন আর সেই সময় পৌর কর্মীদের একটি দল কাদা ভর্তি একটি ট্র্যাক্টর-ট্রলি তার উপর ঢেলে দেয়। পরিবারের সদস্যরা সুনীলের খোঁজ শুরু করলে ওই গাড়ির কাছে পৌঁছে তাঁর ছেলে দেখতে পেয়েছিলেন আবর্জনা থেকে একজন মানুষের পা বেরিয়ে আছে। দ্রুত তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ওই পুরকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। কিন্তু প্রশ্ন উঠছে, গাছের নীচে জীবিত একজন মানুষকে না দেখেই আর্বজনার স্তূপ কীভাবে কেউ ফেলতে পারে? এই ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।