রক্তারক্তি বেহালার সখেরবাজার, মৃত যুবক, গ্রেফতার অভিযুক্ত বন্ধু ও তাঁর বাবা

মদ্যপান ঘিরে গোলমালের শুরু আর তার থেকেই এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল তাঁরই বন্ধু ও তাঁর বাবার বিরুদ্ধে।

Must read

রবিবার সকালেই রক্তাক্ত বেহালার (Behala) শখেরবাজার। মদ্যপান ঘিরে গোলমালের শুরু আর তার থেকেই এক যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল তাঁরই বন্ধু ও তাঁর বাবার বিরুদ্ধে। সখেরবাজার সুপারমার্কেটের সামনে সকাল ৭টা নাগাদ ঘটনাটি হয়। বাপি হালদার নামে ওই যুবককে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন-মহরম উপলক্ষে সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

পুলিশ সূত্রে খবর, তিন বন্ধুর সঙ্গে বাপি হালদার শনিবার সারারাত মদ্যপান করেন। ভোরের দিকেও সখেরবাজারের সুপার মার্কেটের সামনের চায়ের দোকানে চা পান করেন। সেখানেই তাঁদের মধ্যে বচসা শুরু হয়। সেইখানেই এক বন্ধু ফোন করে তাঁর বাবাকে ডাকেন। দুজনে মিলে বাপিকে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। বিশেষ করে ওই বন্ধুর বাবা বাপিকে লাথি মারে ও মাথা দেয়ালে ঠুকে দেন। সকাল সাতটার সময় এলাকায় অনেকেই ছিল। তাঁরা বিষয়টি বুঝে এগিয়ে আসার আগেই বাপি অচৈতন্য হয়ে পড়েন। তড়িঘড়ি তাঁকে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় মৃতের বন্ধু ও তাঁর বাবাকে গ্রেফতার করা হয়।

Latest article