বাজি ফাটাতে গিয়ে মৃত্যু কিশোরের, আহত পাঁচ

ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার মিনাখাঁর অবাদ মালঞ্চের মাঝেরপাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, বছর ১৫-এর মৃত কিশোরের নাম সায়ন পাত্র।

Must read

সংবাদদাতা, মিনাখাঁ : কালীপুজোর রাতে বাজি ফাটাতে গিয়ে বাজি বিস্ফোরণে মৃত্যু হল এক নবম শ্রেণির ছাত্রের। ঘটনায় আহত আরও ৫ কিশোর। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার মিনাখাঁর অবাদ মালঞ্চের মাঝেরপাড়া এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, বছর ১৫-এর মৃত কিশোরের নাম সায়ন পাত্র। আহতরা হল বৈশাখী পাণ্ডা (১৩), মনানি দাস (১৩), জয় পাত্র (৯), পিয়ন্ত মণ্ডল (১২), নাড়ুগোপাল দলুই (১৪)। আহত সবাই কলকাতা চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। কালীপুজোর আনন্দের মধ্যে এমন ঘটনা ঘটায় শোকের ছায়া পরিবার-সহ গোটা এলাকায়।

আরও পড়ুন-অমাবস্যার শেষে পড়ন্ত বেলায় মহানগরীর আকাশে আংশিক সূর্যগ্রহণ

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, মিনাখাঁর অবাদ মালঞ্চের মাঝেরপাড়া এলাকায় সোমবার কালীপুজোর রাতে তুবড়ি, রংমশাল, তারাবাজি-সহ বিভিন্ন বাজি পোড়ানোর সঙ্গে সঙ্গে আনন্দে মেতেছিল এলাকার শিশু-কিশোররা। সেই সময় ছোট্ট একটি তুবড়ি-বাজিতে আগুন লাগায় এই মাঝেরপাড়া এলাকার গণেশ পাত্রের একমাত্র ছেলে নবম শ্রেণির ছাত্র সায়ন পাত্র। হঠাৎ ওই তুবড়িটি সজোরে ফেটে যায়। বাজির সেই ফুলকি গলায় এসে লাগে সায়নের। ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে সায়ন। স্থানীয় ও পরিবারের লোকেরা তড়িঘড়ি মিনাখাঁ গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবারে। শোনা মাত্রই সকালে মৃত সায়ন পাত্রের বাড়িতে আসেন মিনাখাঁ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি হোসেন গাজি-সহ তৃণমূলের কর্মীরা। তাঁরা এসে মৃত পরিবারের প্রতি সমবেদনা জানান ও তাঁদের পাশে থাকার আশ্বাসে দেন। যাতে ওই পরিবার কোনও ভাবে কিছু আর্থিক সাহায্য পায় তার জন্য তাঁরা সমস্ত প্রক্রিয়া শুরু করেছেন বলে জানা গেছে। পাশাপাশি আহতদের চিকিৎসার খরচের বিষয়েও ভাবা হচ্ছে বলে জানা গিয়েছে।

Latest article