হাতির হামলায় মৃত্যু যুবকের, একদিনেই মিলল ক্ষতিপূরণ

ঝাড়গ্রামে ফের হাতির হামলায় মৃত্যু হয় এক যুবকের। আর সেই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই বাড়িতে গিয়ে দেওয়া হল ক্ষতিপূরণ।

Must read

সংবাদদাতা, ঝাড়গ্রাম : ঝাড়গ্রামে ফের হাতির হামলায় মৃত্যু হয় এক যুবকের। আর সেই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই বাড়িতে গিয়ে দেওয়া হল ক্ষতিপূরণ। বুধবার রাতে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বরডাঙা বিটের সিদাকুরার কেন্দুডাংরি গ্রামের ঘটনা। নিহত যুবকের নাম সঞ্জিত মাহাতো (২৩)। বন দফতর সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে সিদাকুরায় চারটি হাতির একটি দল প্রবেশ করে। জমির ধান ও অন্য ফসল রক্ষায় স্থানীয়রা হাতিগুলিকে তাড়ানোর চেষ্টা করেন। সেই সময় সঞ্জিত একটি হাতির সামনে পড়ে পিষ্ট হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

আরও পড়ুন-৩ হাসপাতালের নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ এসপি-র

বন দফতর জানিয়েছে, বরডাঙা বিট এলাকায় সাতটি হাতি দুটি দলে বিভক্ত। একটি দলে চারটি ও অপর দলে তিনটি রয়েছে। জঙ্গলমহলের ঝাড়গ্রামে সারা বছর হাতির তাণ্ডব লেগে থাকে। ফসলের ক্ষয়ক্ষতির পাশাপাশি, আহত ও মৃত্যুর ঘটনাও ঘটে। একদিন আগেই মানিকপাড়া রেঞ্জের দুধকুন্ডি গ্রামে বিদ্যাধর মাহাতো (৩৫) নামে এক যুবক সবজিখেত রক্ষার সময় হাতির হামলায় গুরুতর জখম হন। খড়্গপুর ডিভিশনের ডিএফও মণীশ যাদব জানান, হাতির আক্রমণে এক ব্যক্তি আহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সরকারি নিয়মে পরিবারের সদস্যরা ক্ষতিপূরণ পাবেন। বৃহস্পতিবার সঞ্জিতের বাড়িতে উপস্থিত হয়ে মা ও পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন প্রশাসনের আধিকারিকরা। ক্ষতিপূরণ স্বরূপ পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেন এবং পরিবারের একজনকে চাকরির আশ্বাস দেওয়া হয়। চেক দেন কলাইকুন্ডা রেঞ্জের অফিসার শুভেন্দু বিশ্বাস, সাঁকরাইল পঞ্চায়েত সমিতির সভাপতি ঝুনু বেরা, কৃষি কর্মাধ্যক্ষ মথুর মাহাতো। ছিলেন বিট অফিসার মিন্টু চক্রবর্তী, শম্ভু নায়েক, সৌমিত্র মাইতি প্রমুখ।

Latest article