বিজেপির হামলায় জখম যুব নেতা

Must read

সংবাদদাতা, বারাকপুর : পুরভোটের আগে আবারও বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ওয়ার্ডের যুব তৃণমূলের সভাপতি দীপঙ্কর সাহাসহ আরেক তৃণমূল (Trinamool Congress) কর্মী। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে রাজনৈতিক উত্তাপ। পুরভোটের আগে ফের অশান্ত উত্তর ২৪ পরগনার বারাকপুর। উত্তর বারাকপুর পুরসভায় প্রাক্তন শহর তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সভাপতি গোপাল মজুমদারের মৃত্যুর রেশ কাটতে না কাটতে ফের আক্রান্ত তৃণমূল যুব নেতা-সহ এক কর্মীর। অভিযোগ, শনিবার রাতে উত্তর বারাকপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের ছাত্র যুব সভাপতি দীপঙ্কর সাহা ও আর এক কর্মী একটি অনুষ্ঠান বাড়ি থেকে ফিরছিলেন। ঠিক সেই সময় চালবাজার বরফ কল আসতেই বেশ কিছু দুষ্কৃতী তাদের বাইক দাঁড় করিয়ে ‘‘তৃণমূল কংগ্রেস করে” বলে ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্র দিয়ে ব্যাপক মারধর করে। সঙ্গে থাকা তৃণমূল (Trinamool Congress) কর্মী সমীর বসুকেও রাস্তায় ফেলে এলোপাথাড়ি মারধর করে দুষ্কৃতীরা। পরে সমীর বসুকে বি এন বসু মহকুমা হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করানো হয়। অভিযোগ, পুরভোটের আগে বিজেপির পক্ষ থেকে এলাকায় সন্ত্রাস চালানো হচ্ছে। খবর পেয়েই টিটাগড় থানার পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে। দীপঙ্কর সাহার দাবি, পায়ের তলার মাটি সরে যাওয়াতেই সন্ত্রাস। খুনের রাজনীতিতে নেমেছে বিজেপি।

Latest article