বালিতে রাস্তা মেরামতের কাজ সরজমিনে পরিদর্শন যুবনেতা কৈলাসের

Must read

নববর্ষের প্রাক্কালে বালি পুরসভার উদ্যোগে বেশকিছু রাস্তা মেরামতের কাজ চলছে। মঙ্গলবার ওই সমস্ত রাস্তা তৈরির কাজ সরজমিনে পরিদর্শন করলেন হাওড়া সদর যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্র (Kailash Mishra)। এদিন বালির ২৬ নম্বর ওয়ার্ডের অগ্রসেন স্ট্রিট, বেলুড় রোড, মালিপাঁচঘড়া রোড প্রভৃতি এলাকায় গিয়ে দাঁড়িয়ে থেকে রাস্তা তৈরির কাজের তদারকি করেন কৈলাস (Kailash Mishra)। তিনি বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে একাধিক রাস্তা তৈরির কাজ দেখেন। তিনি জানান, ‘বালি পুরসভার উদ্যোগে বিভিন্ন এলাকায় যেসব রাস্তা তৈরি হচ্ছে সেগুলি ঘুরে দেখলাম। রাস্তাগুলি তৈরি হয়ে গেলে এলাকার বহু মানুষ উপকৃত হবেন।’

আরও পড়ুন-ক্ষুদ্রশিল্পে পসার বৃদ্ধি, মেলাভিত্তিক অর্থনীতিতে উদ্যোগী মুখ্যমন্ত্রী

Latest article