ফের নজরে বিজেপির ওড়িশা (Orissa)। এবার কুসংস্কারের বশে খুন যুবক। গ্রামবাসীদের একাংশের ধারণা ওই ৩৫ বছরের যুবক কালাজাদু করে মানুষকে মেরে ফেলার ক্ষমতা রাখেন। এরপরেই ওড়িশার গজপতি জেলার মোহনা থানা এলাকার মালাসাপাদর গ্রামে গোপনাঙ্গ কেটে খুন করা হল এক যুবককে। প্রাথমিকভাবে এই ঘটনায় অভিযোগের আঙুল উঠল গ্রামবাসীদের দিকেই। পুলিশ জানতে পেরেছে কিছুদিন আগেই ওই গ্রামে এক মহিলার মৃত্যু হয়। তারপরেই এই মৃত্যুর জন্য ওই যুবককে দায়ী করেছিলেন তাঁরা।
আরও পড়ুন-দুর্নীতির চূড়ান্ত! এক মাসেই নীতীশের রাজ্যে ৪২২ কোটি টাকায় তৈরি উড়ালপুলে ফাটল
জানা গিয়েছে, ওই যুবকের বাড়িও ওই গ্রামে। তবে স্থানীয়দের অসহনীয় ব্যবহারের ফলে কিছুদিন আগেই বাড়ি ছেড়ে গঞ্জাম জেলায় শ্বশুরবাড়িতে চলে গিয়েছিলেন তিনি। শনিবার পোষ্য গরু এবং ছাগলগুলিকে নিতে গ্রামে ফিরেছিলেন। ওই দিন রাতেই তাঁকে অপহরণ করা হয়। তারপর ওই যুবকের শ্বাসরোধ করে গোপনাঙ্গ কেটে খুন করা হয় বলে অভিযোগ। খুনের পর যুবকের দেহ ফেলে দেওয়া হয় হারাভাঙ্গি জলাধারে। রবিবার ওই জলাধার থেকে যুবকের দেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মহকুমা পুলিশ আধিকারিক (এসডিপিও) সুরেশচন্দ্র ত্রিপাঠী এই ঘটনা প্রসঙ্গে বলেন, খুনের ঘটনায় জড়িত সন্দেহে ১৪ জন গ্রামবাসীকে আটক করা হয়েছে। তাঁদের অপ্রাপ্তত জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।