বর্ষবরণের রাতে পরিবার নিয়ে আগরা (Agra) থেকে এসেছিলেন লখনউ (Lucknow)। সেখানে হোটেলের মধ্যেই পরিবারের এক সদস্যের হাতে খুন হলেন বাকি পাঁচ জন। মঙ্গলবার অর্থাৎ ৩১শে ডিসেম্বর রাতে হোটেলের ঘরে চার বোন এবং মাকে মেরে পুলিশের কাছে আত্মসমর্পণ করলেন ২৪ বছরের যুবক। শুধু তাই নয়, নিজের অপরাধের কথা স্বীকার করেছেন তিনি। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন-আক্রান্ত গ্রামবাসীদের পাশে তৃণমূল কংগ্রেস
পুলিশ সূত্রে খবর, ধৃতের নাম আরশাদ। আগরার বাসিন্দা ওই যুবক মা এবং চার বোনকে নিয়ে বর্ষশেষের রাতে লখনউয়ের নাকা এলাকায় একটি হোটেলে উঠেছিলেন। রাতে খাওয়াদাওয়ার সময় পরিবারের পাঁচ সদস্যকে খুন করেন আরশাদ। খাবারে বিষ মিশিয়ে পরিবারের সদস্যদের মেরে ফেলা হয়েছে বলেই মনে করছে পুলিশ। যুবকের মায়ের নাম আসমা। সাথে ছিল চার বোন— নয় বছরের আলিয়া, ১৯ বছরের আলিশা, ১৬ বছরের আকসা এবং ১৮ বছরের রেহমিন। সকলকেই হোটেলের ঘরে মৃত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পাঁচটি দেহ উদ্ধার করা হয়।
জানা গিয়েছে, পারিবারিক সম্পত্তি নিয়ে সমস্যার ফলেই পরিবারের পাঁচ জনকে খুন করেছেন যুবক। সেন্ট্রাল লখনউয়ের ডিসিপি এই মর্মে জানান হোটেলের মধ্যে এক যুবক তাঁর পরিবারের সদস্যদের খুন করেছেন বলে নিজেই স্বীকার করেছেন। পুলিশ যুবককে গ্রেফতার করেছে। বুধবার ফরেন্সিক দল ওই হোটেলে যাবে। নমুনা সংগ্রহ করে দেখা হবে কী ভাবে খুন করা হয়েছে ওই পাঁচ জনকে।