রাজধানীতে হাসপাতালের ওয়ার্ডে ঢুকে পরপর পাঁচটি গুলি, মৃ.ত যুবক

জিটিবি হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডের ভিতরে গুলি করে খুন করা হল এক ৩২ বছরের এই যুবককে। জানা গিয়েছে, নিহত যুবকের নাম রিয়াজউদ্দিন।

Must read

গুরুতর রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন ৩২ বছর বয়সী এক যুবক। কিন্তু দুর্ভাগ্যবশত হাসপাতালের বিছানায় শুয়েই গুলিবিদ্ধ হলেন তিনি। আজ, রবিবার বিকেল ৪টে নাগাদ এই ঘটনা ঘটেছে নয়া দিল্লির (New Delhi) গুরু তেগ বাহাদুর হাসপাতালে। জিটিবি হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডের ভিতরে গুলি করে খুন করা হল এক ৩২ বছরের এই যুবককে। জানা গিয়েছে, নিহত যুবকের নাম রিয়াজউদ্দিন। নিহত রিয়াজউদ্দিন, দিল্লির খাজুরি এলাকার বাসিন্দা। প্রাক্তন সেনাকর্মী ইসলামউদ্দিনের ছেলে এই নিহত যুবক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা তাকে এই ভাবে খুন করল আর কেনই বা করল সেটা যদিও এখনও জানা যায় নি।

এই ঘটনাকে কেন্দ্র করে জিটিবি হাসপাতালের অন্যান্য রোগীর বাড়ির লোকজন, চিকিৎসক ও অন্যান্য চিকিৎসাকর্মীদের মধ্যে রীতিমত আতঙ্ক সৃষ্টি হয়েছে। গত ২৩ জুন পেটে সংক্রমণ নিয়ে জিটিবি হাসপাতালে রিয়াজউদ্দিনকে ভর্তি করা হয়েছিল। পুলিশের তরফে খবর, এদিনের ঘটনায় বন্দুকধারী একজন ছিল। হাসপাতালের ওয়ার্ডে ঢুকে সে রিয়াজুদ্দিনকে গুলি করে। গুলিবিদ্ধ হয়েও রিয়াজউদ্দিন কিছুক্ষন বেঁচে ছিলেন। পরে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। আততায়ীর বয়স আনুমানিক ১৮-১৯ বছর বলে জানা গিয়েছে। খুব কাছে থেকে ৪-৫ রাউন্ড গুলি করে সে পালিয়ে যায়। স্বাভাবিকভাবেই গুলির শব্দে হাসপাতালে হইচই পড়ে যায় ও চূড়ান্ত বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়।

উল্লেখ্য, আততায়ীকে সনাক্ত করতে পুলিশ সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছেন। ঘটনাস্থলের যে ছবি ও ভিডিয়োগুলি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, সেখানে দেখা যাচ্ছে হাসপাতালের বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন রিয়াজুদ্দিন।

Latest article