হাওড়ার সদর (Howrah) যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৈলাশ মিশ্রর উদ্যোগে লিলুয়ায় বেআইনীভাবে বিদ্যুৎ সংযোগ দেওয়ার প্রচেষ্টা রুখলেন যুব তৃণমূলের কর্মীরা। কিছুদিন আগেই যুব তৃণমূল কংগ্রেস কর্মীরা লিলুয়ার গোশালা এলাকায় জমি দখল করে কারখানা গড়ার চেষ্টা রুখেছিলেন। এবার ওই এলাকায় বেশ কয়েকটি কলকারখানায় সিইএসসির লোকেরা বিদ্যুৎ সংযোগ দিতে যান।
আরও পড়ুন-সন্দীপকে হেফাজতে পেল না সিবিআই
খবর পেয়ে, যুব তৃণমূলের কর্মীরা খবর পেয়ে তৎক্ষণাৎ সেখানে পৌঁছে বেআইনীভাবে ওই বিদ্যুৎ সংপোগ দেওয়া বন্ধ করার উদ্যোগ নেয়। সিইএসসির কর্মীদের ফিরিয়ে দেন তাঁরা। বিষয়টি জেলাশাসক ও নগরপালকেও জানানো হয়। হাওড়া সদর যুব তৃণমূলের সভাপতি কৈলাশ মিশ্র এই মর্মে জানান, ‘’অবৈধভাবে ওই বিদ্যুৎ সংযোগ দেওয়া হচ্ছিল। আমরা জানতে পেরে সেখানে পৌঁছে ওই চেষ্টা রুখে দিই। পাশাপাশি জেলা প্রশাসন ও সিইএসসির অধিকারিকদেরও বিষয়টি জানাই।’’