সংবাদদাতা, জলপাইগুড়ি : জেলা যুব তৃণমূলের মানবিক উদ্যোগ। বিশেষ চাহিদাসম্পন্নদের ঠাকুর দেখাল তৃণমূল। জেলার ১৬টি সাংগঠনিক ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের একত্রিত করা হয়।
আরও পড়ুন-ছত্রপুর রামকৃষ্ণ মিশনে প্রথা মেনে কুমারী পুজো
যুব তৃণমূল জেলা সভাপতি রামমোহন রায় নিজে তাঁদের নিয়ে মণ্ডপে
যান। অনেককে কোলে তুলে নিয়ে তিনি মায়ের দর্শন করান, এমন দৃশ্য দেখে আবেগে ভেসে যান সাধারণ মানুষ থেকে পূজা উদ্যোক্তারা। রামমোহন রায় বলেন, “মা দুর্গা সবার মা। সমাজের বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আজ তাঁদের হাসি দেখে মনে হচ্ছে আমাদের এই উদ্যোগ সফল। আগামী দিনেও তৃণমূল কংগ্রেস তাঁদের পাশে থাকবে।” পুজো উদ্যোক্তারা এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়ে বলেন, এর ফলে সমাজের প্রান্তিক মানুষরাও উৎসবের আনন্দ ভাগ করে নিতে পারলেন।