পথচারীদের জীবনের দাম যে একেবারেই নেই বিদেশি গাড়ির দুর্ঘটনা এবং চালকের প্রতিক্রিয়া দেখে সেটাই বার বার স্পষ্ট হয়ে যায়। নয়ডার (Noida) সেক্টর ৯৪-এ নির্মীয়মাণ বিল্ডিংয়ের (Building) সামনে ফুটপাথে বসে থাকা দুই শ্রমিককে বিদেশি গাড়ি ল্যাম্বরগিনি ধাক্কা মারল। দুর্ঘটনার পর গাড়ি থেকে বেরিয়ে অনুতাপহীন চালকের প্রশ্ন, “কেউ মরে গিয়েছে কি?” রবিবার বিকেলে হঠাৎ একটি লাল রঙের ল্যাম্বরগিনি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে একটি ফুটপাথে। সেই সময় ফুটপাথে বসেছিলেন দুইজন শ্রমিক। তারা নির্মীয়মাণ বিল্ডিংয়ে কাজ করছিলেন। স্বাভাবিকভাবেই গাড়ির ধাক্কায় তাঁরা গুরুতর আহত হন। এরপর গাড়িটি একটি গাছে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায়। একপ্রকার ফুটপাথের উপরেই উঠে গিয়েছিল গাড়িটি।
আরও পড়ুন-নামাজের সময় ফের ভূমিকম্প, ধ্বংস বহু মসজিদ,মৃত ৭০০
ইতিমধ্যেই এই ঘটনার একটি ভিডিও নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, দুর্ঘটনার পরের মুহূর্তে মাথায় সেফটি হেলমেট ও পরনে কমলা জ্য়াকেট পরা কয়েকজন শ্রমিক দৌড়ে আসেন। তাদের দেখে এক ব্য়ক্তি গাড়ির চালককে বলেন, “বেশি স্টান্ট শিখে গিয়েছো নাকি? জানো এখানে কতজন মারা গিয়েছে?” এরপরেই অত্যন্ত নির্লিপ্ত গলায় চালক প্রশ্ন করে, “কেউ কি মরে গিয়েছে এখানে?” পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, ল্যাম্বরগিনিটি পুদুচেরিতে রেজিস্টার করা। আহত শ্রমিকদের চিকিৎসার জন্য দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত তারা বিপদ্মুক্ত। গাড়ি ও গাড়ির চালককে আটক করা হয়েছে। সোমবার পুলিশ জানিয়েছে, নয়ডায় যে ল্যাম্বোরগিনি গাড়িটি দুইজনকে ধাক্কা দেয় সেটি জনপ্রিয় ইউটিউবার মৃদুল তিওয়ারির মালিকানাধীন। রবিবার সন্ধ্যায় ঘটনার সময় গাড়িটি ব্যবহারের অনুমতি কে দিয়েছিল পুলিশ মৃদুলকে সেই বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে। নয়ডার সেক্টর ৯৪-এ দুই ব্যক্তিকে ধাক্কা দেওয়ার পর চালক দীপককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময়, দীপক স্বীকার করেছেন যে তিনি গাড়িটি টেস্ট ড্রাইভের জন্য নিয়ে যাচ্ছিলেন এবং এটি তার নয়।
আরও পড়ুন-ইদের দিন মগরাহাট স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড
জানা গিয়েছে, অভিযুক্ত দীপক, যিনি জয়পুরের বাসিন্দা, দিল্লি-এনসিআর এলাকায় গাড়ির দালাল হিসেবে কাজ করেন। তদন্তে জানা গেছে যে তিনি বিলাসবহুল গাড়িটি টেস্ট ড্রাইভের জন্য নিয়েছিলেন। পুলিশ জানার চেষ্টা করছে যে, ইউটিউবে প্রায় ১ কোটি ৯০ লক্ষ সাবস্ক্রাইবার থাকা নয়ডার বাসিন্দা মৃদুল এই ঘটনার সাথে কোনওভাবে যুক্ত কিনা।