এবার ব্যর্থ ইউনুসের ইস্তফার ইচ্ছাপ্রকাশ!

Must read

সংস্কারের উদ্দেশেই নাকি তাঁর আসা। কিন্তু তিনি ব্যর্থ! সেনা ও বিএনপি-র চাপ। আরও একাধিক সমস্যা। এবার চাপের মুখেই ইস্তফার ইচ্ছাপ্রকাশ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুসের (Yunus)।

বৃহস্পতিবার ইউনুসের (Yunus) ইস্তফার কথা প্রচার হতেই তাঁর সঙ্গে দেখা করতে যান ছাত্রনেতা ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শেখ হাসিনার দেশত্যাগের পর ইউনুসকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান পদে বসানোর ক্ষেত্রে নাহিদদের মুখ্যভূমিকা ছিল। ইউনুসের সঙ্গে দেখা করার পর নাহিদ সংবাদমাধ্যমকে জানান, ইউনুস তাঁকে বলেছেন, কাজ না করতে পারলে থেকে কী লাভ!

আরও পড়ুন: পড়ুয়ার মর্মস্পর্শী সুইসাইড নোট, মা আমি চুরি করিনি

এদিকে ভোট না হলে ক্ষমতা নিজেদের হাতে নিয়ে নেওয়ার বিষয়ে ইউনুসকে বুধবারই হুমকি দিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান। ঢাকায় প্রতিদিন রাস্তা আটকে আন্দোলন! ইউনুস গদিতে বসার পরেও আন্দোলন-বিক্ষোভ-মৃত্যু অব্যাহত। বৃহস্পতিবারই তিনি দাবি করেন, দেশের বর্তমান যা পরিস্থিতি তাতে অবাধে নির্বাচন হওয়া নিয়েও সংশয় রয়েছে।

Latest article