প্রতিবেদন : হাসিনার মতোই এবার নিজের ঘরে কোণঠাসা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। জামাত-সহ মৌলবাদী গোষ্ঠীগুলিকে লাগাতার প্রশ্রয় দেওয়ায় চরম ক্ষুব্ধ বাংলাদেশের সংখ্যালঘু গোষ্ঠীগুলি। এই পরিস্থিতিতে একদিকে দেশের তত্ত্বাবধায়ক সরকারকে প্রকাশ্যে ক্রমাগত হুঁশিয়ারি দিচ্ছে ছাত্রনেতারা। আবার অন্যদিকে জুলাই-অগাস্টের মধ্যে দেশে নির্বাচন করানোর জন্য ইউনুস প্রশাসনকে সরাসরি চাপে ফেলে দিয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপিও।
আরও পড়ুন-মোদির মেক ইন ইন্ডিয়া নীতিকে মানছে না কেন্দ্রের একাধিক মন্ত্রকই
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবার বলেন, আমরা মনে করি চলতি বছরের জুলাই-অগাস্টের মধ্যেই জাতীয় সংসদের নির্বাচনের আয়োজন করা সম্ভব। গত বছরের ১৬ ডিসেম্বর বাংলাদেশের জাতীয় দিবসের ভাষণে ইউনুস বলেছিলেন, আগামী বছর কিংবা তার পরের বছরের গোড়ায় জাতীয় সংসদ নির্বাচন করা সম্ভব। সেই নিয়েই এবার বিএনপি প্রকাশ্যে দ্বিমত পোষণ করল। বরং ভোটে ইউনুসের টালবাহানায় অসৎ উদ্দেশ্য দেখছে খালেদার দল। সাংবাদিক বৈঠকে বিএনপির মহাসচিব বলেছেন, নির্বাচন কমিশন গঠন হয়ে গিয়েছে৷ বুধবার কমিশনের সংস্কার-সংক্রান্ত প্রতিবেদনও এসে যাবে। সুতরাং মনে হয় না, নির্বাচন আরও বিলম্বিত করার কোনও কারণ আছে। যত বিলম্ব হচ্ছে, ততই দেশে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে আবার ইউনুসকে চাপে ফেলতে ঢাকার সচিবালয়ের রাস্তায় উঠছে সরকার-বিরোধী স্লোগান, ‘এক-দুই-তিন-চার, নাহিদ-আসিফ বাটপাড়, সেনা হয়েছে ঠিকাদার!’