ভারতে থাকলেও বিচার হবে হাসিনার, জানালেন ইউনুস

Must read

প্রতিবেদন: সশরীরে উপস্থিতির জন্য আটকে থাকবে না বিচারপ্রক্রিয়া। শেখ হাসিনা বাংলাদেশে থাকুন কিংবা না থাকুন, তাঁর বিচারপ্রক্রিয়া শুরু করা হবে। জানিয়ে দিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। এক ব্রিটিশ সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইউনুস জানিয়েছেন, ভারতে থাকা অবস্থাতেও আমরা শুরু করে দিতে পারি হাসিনার (Hasina) বিচারপ্রক্রিয়া। এতে কোনও বাধা নেই।

আরও পড়ুন- পলাশের টানে পাহাড়পুরে

কোটাবিরোধী আন্দোলনের জেরে গত অগাস্টে দেশত্যাগে বাধ্য হওয়া বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে ঢাকার অবস্থান জানতে চাওয়া হয়েছিল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে। উত্তরে তিনি বুঝিয়ে দিয়েছেন, বিচারপ্রক্রিয়া শুরু হবে। কিন্তু শুধুমাত্র হাসিনাকেই বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হতে হবে না, তাঁর সঙ্গে যুক্ত অন্যান্যরাও, তাঁর পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বৃত্তের লোকজন; সকলেরই বিচার হবে। ইউনুস মনে করিয়ে দিয়েছেন, বাংলাদেশে বিভিন্ন অপরাধের জন্য হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যেই দু’টি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

Latest article