পাটনায় পৌঁছলেন ইউসুফ-ললিতেশ

Must read

প্রতিবেদন : ইন্ডিয়া জোটের আহ্বানে ভোটার অধিকার যাত্রায় যোগ দিতে পাটনা পৌঁছলেন তৃণমূল কংগ্রেসের দুই প্রতিনিধি ইউসুফ (yusuf) পাঠান ও ললিতেশ ত্রিপাঠী। বিমানবন্দরে ললিতেশ ত্রিপাঠী বলেন, যে ইস্যুতে ভোটার অধিকার যাত্রা হচ্ছে সেটাই এখন দেশের কাছে মূল ইস্যু। এসআইআরের নামে যেভাবে মানুষের ভোটার অধিকার চুরি করা হচ্ছে তার বিরুদ্ধে গোটা দেশ প্রতিবাদে সরব হয়েছে। বিহারে সেই প্রতিবাদে শামিল হতে যাচ্ছি আমরা। মানুষকে বোঝাতে হবে। বিজেপির চক্রান্ত ভােটারদের কাছে স্পষ্ট করে দিতে হবে। (বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান বলেন, সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই ভোটার অধিকার যাত্রায় তৃণমূলের প্রতিনিধি হিসেবে আমরা শামিল হচ্ছি। পাটনা উত্তাল হবে মানুষের প্রতিবাদে।

আরও পড়ুন- অসমের ডিটেনশন ক্যাম্পে ৩ শ্রমিক, ওড়িশায় প্রহৃত ১

Latest article