সংবাদদাতা, মালদহ : রাজ্যে এসআইআর বিরোধী আন্দোলনে তৃণমূলের অবস্থানকে সম্পূর্ণ সমর্থন জানালেন বহরমপুরের সাংসদ ও প্রাক্তন বিশ্বকাপজয়ী ক্রিকেটার ইউসুফ পাঠান (yusuf pathan)। বৃহস্পতিবার মালদহের ইংরেজবাজারের জহরতলা এলাকায় দলের বিজয়া সম্মিলনী ও শারদ সম্মান প্রদান অনুষ্ঠানে এসে বললেন, জনকল্যাণমূলক কাজ এগিয়ে নিয়ে যেতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আবারও ক্ষমতায় আনতেই হবে।
এদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউসুফ পাঠান। তাঁর সঙ্গে ছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন, তাজমুল হোসেন, জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ, মালতীপুরের বিধায়ক আবদূর রহিম বক্সি প্রমুখ। পাঠান বলেন, তৃণমূল মানুষের জন্য কাজ করছে, উন্নয়নের পথ দেখাচ্ছে। আমি নিজে তৃণমূলের সঙ্গে থেকে সেই উন্নয়নের অংশ হতে পেরে গর্বিত। পাশাপাশি তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া ‘আমি বাংলার ডিজিটাল যোদ্ধা’ অ্যাপ ডাউনলোডের আহ্বান জানান। প্রাক্তন ক্রিকেটারকে দেখতে মালতিপুর ও ইংরেজবাজারের সভাস্থলে উপচে পড়ে মানুষের ভিড়। কেউ সেলফি তুলতে, কেউ আবার তাঁর ক্রিকেট ব্যাটে সই নিতে ছুটে আসেন। ইউসুফের (yusuf pathan) আগমনেই যেন উৎসবমুখর হয়ে ওঠে মালদহের রাজনীতি।
মালদহে বিজয়া সম্মিলনীতে ইউসুফ পাঠান
জনকল্যাণমুখী কাজ এগিয়ে নিয়ে যেতে মুখ্যমন্ত্রীই বাংলার ভরসা
