হাইকোর্টে পিছোল যুবভারতী মামলা

রাজ্যের আবেদনে সাড়া আদালতের। যুবভারতী স্টেডিয়ামে বিশৃঙ্খলা-কাণ্ডে দায়ের হওয়া তিন জনস্বার্থ মামলার শুনানি পিছোল কলকাতা হাইকোর্টে।

Must read

প্রতিবেদন : রাজ্যের আবেদনে সাড়া আদালতের। যুবভারতী স্টেডিয়ামে বিশৃঙ্খলা-কাণ্ডে দায়ের হওয়া তিন জনস্বার্থ মামলার শুনানি পিছোল কলকাতা হাইকোর্টে। একইসঙ্গে আদালতে মুখ পুড়ল বিরোধী দলনেতা গদ্দার অধিকারীর। জনস্বার্থ মামলার আড়ালে রাজ্যের কাছে রিপোর্ট তলব করানোর অভিসন্ধি বরদাস্ত করল না হাইকোর্ট। যুবভারতী-কাণ্ডে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছিল ৩ জনস্বার্থ মামলা।

আরও পড়ুন-যোগ্য শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়াল আদালত সঠিক পথেই

বৃহস্পতিবার মামলাগুলি ওঠে প্রধান বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চে। মামলাগুলিতে রাজ্যের হয়ে সওয়াল করতে চেয়ে আবেদন জানান সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যদিও এদিন তিনি আদালতে উপস্থিত ছিলেন না। কল্যাণের সেই আবেদনে সাড়া দিয়ে শুনানি পিছোল আদালত। আগামী সোমবার মামলাগুলির সম্ভাব্য শুনানি। এদিকে, তিনটি জনস্বার্থ মামলার একটির আবেদনকারী বিরোধী দলনেতা গদ্দার অধিকারী।।

Latest article