ছেঁড়া হল মুখ্যমন্ত্রীর ছবির ফ্লেক্স পুলিশে অভিযোগ যুব তৃণমূলের

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির ফ্লেক্স ছেঁড়া নিয়ে উত্তেজনা হাওড়ায়। ঘটনার পরই পুলিশে অভিযোগ দায়ের করল যুব তৃণমূল নেতৃত্ব।

Must read

সংবাদদাতা, হাওড়া: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির ফ্লেক্স ছেঁড়া নিয়ে উত্তেজনা হাওড়ায়। ঘটনার পরই পুলিশে অভিযোগ দায়ের করল যুব তৃণমূল নেতৃত্ব। জানা গিয়েছে, হাওড়া পুরসভার মূল গেটের পাশে শারদ শুভেচ্ছা জানিয়ে মধ্য হাওড়া কেন্দ্র যুব তৃণমূল কংগ্রেস একটি ফ্লেক্স লাগিয়েছিল। ফ্লেক্সে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও মন্ত্রী অরূপ রায়ের ছবি ছিল।

আরও পড়ুন-মালদহে রেশমচাষে জোয়ার আনতে উদ্যোগী কমিশনার

মঙ্গলবার সকালে দেখা যায় সেই ফ্লেক্সে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি কেউ বা কারা ছিঁড়ে দিয়েছে। ঘটনার খবর পেয়ে তৃণমূল কর্মীরা ঘটনাস্থলে আসেন। দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা। মধ্য হাওড়া কেন্দ্র যুব তৃণমূল কংগ্রেস সভাপতি অভিষেক চট্টোপাধ্যায় অভিযোগ জানিয়ে বলেন, এই কাজ বিরোধীদের। এলাকায় গোলমাল পাকাতে বিরোধীরা পরিকল্পতভাবে এই কাণ্ড ঘটিয়েছে। আমরা হাওড়া থানায় এই নিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছি। অবিলম্বে দোষীদের গ্রেফতার করতে হবে। মুখ্য পুর প্রশাসক এবং পুর কমিশনারের কাছেও অভিযোগ জানানো হয়েছে। হাওড়ার মুখ্য পুরপ্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী জানান, পুরসভার বেশ কিছু জায়গায় সিসিটিভি নেই। অবিলম্বে সিসিটিভি বসানো হবে। গেটের সামনে মুখ্যমন্ত্রীর ছবি দেওয়া ফ্লেক্স ফের লাগানো হবে। এই ঘটনার প্রতিবাদে সরব এলাকার বাসিন্দারাও। দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি উঠেছে। পুলিশ তদন্ত শুরু করেছে।

Latest article