টেস্ট নেতৃত্বে রোহিত শর্মার উত্তরসূরি হিসেবে ঋষভ পন্থকে পছন্দ প্রাক্তন ক্রিকেট তারকা যুবরাজ সিংয়ের (Yuvraj Singh)। তিনি মনে করেন, ভবিষ্যতের কথা ভেবে এখন থেকেই পন্থকে গড়ে তোলা উচিত।
যুবরাজের বক্তব্য, ‘‘পন্থের মতো তরুণকে তাই ভবিষ্যতের নেতা হিসেবে বেছে নিয়ে গড়ে তোলা হোক। তবে প্রথম ছ’মাস বা এক বছরের মধ্যে কোনও অলৌকিক কিছুর আশা করবেন না। বরং ওর উপরে আস্থা রাখুন।’’ ২৪ বছর বয়সি পন্থ ইতিমধ্যেই রঞ্জি ট্রফিতে দিল্লিকে নেতৃত্ব দিয়েছেন। আইপিএলেরও তিনি দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক। তবে অনেকেই মনে করেন, জাতীয় দলে নেতৃত্ব দেওয়ার মতো পরিণত পন্থ এখনও হয়ে ওঠেননি।
আরও পড়ুন-আইপিএল থেকে এখনই বেরিয়ে এসো বিরাট : শাস্ত্রী
যুবরাজ (Yuvraj Singh) বলছেন, ‘‘একটা সময় প্রত্যেকেই অপরিণত থাকে। আমিও ছিলাম। এমনকী, বিরাট কোহলি যখন জাতীয় দলের অধিনায়ক হয়, তখন অপরিণত ছিল। তবে পন্থ কিন্তু অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে পরিণত হয়ে উঠছে। জানি না টিম ম্যানেজমেন্ট কী ভাবছে, তবে ভবিষ্যতের টেস্ট অধিনায়ক হিসেবে আমার বাজি পন্থ।’’ যুবরাজ আরও জানিয়েছেন, অ্যাডাম গিলক্রিস্টের পর উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে পরবর্তী কিংবদন্তি হয়ে ওঠার ক্ষমতা এবং প্রতিভা পন্থের আছে।