প্রতিবেদন : ডেপুটেশনের নামে দশগ্রাম গ্রামপঞ্চায়েত অফিসে রীতিমতো তাণ্ডব চালাল ভারত জাকাত মাঝি পরগনার বাহিনী। শুধু অফিসের চেয়ার-টেবিল ভাঙচুরই নয়, দামি কম্পিউটার, প্রিন্টার, ফাইল, সিসিটিভি সমস্ত কিছু ভাঙচুর করা হয়েছে। ওরা ডেপুটেশন দেওয়ার জন্য আবেদন করে। তা সবং থানার ওসিকে জানানো হয়। ওসি প্রাপ্তিস্বীকারের কপি দিতে না চাওয়ায় ওদের ই-মেল মারফত জানানো হয়। বিডিওকেও জানানো হয় চিঠি দিয়ে। তার পরেও আজ সমস্ত অঞ্চল অফিসারদের উপর জঙ্গি কায়দায় ভারত জাকাত মাঝি পরগনার নাম করে মিঠুন মুর্মুর নেতৃত্বে হামলা চলে। দরজা-জানলা ভেঙে মারধর ও অত্যাচার করে।
আরও পড়ুন-তোতাপাড়ার ঘন জঙ্গলে হয় দেবীর আরাধনা
এমনকী মহিলাকর্মীরাও ওদের হাত থেকে রেহাই পাননি। শুধু তাই নয় অফিসের নিচে থাকা মোটরসাইকেল পুড়িয়ে দেয়। সমস্ত নথিপত্র নিচে জড়ো করে পুড়িয়ে দেয়। অফিসাররা বাধা দিতে গেলে তাঁদের প্রাণে মেরে দেওয়ার হুমকিও দেওয়া হয়। সমস্ত জেলা থেকে প্রায় হাজার-বারোশো লোক জমায়েত করেছিল আজ। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন বিধায়ক তথা মন্ত্রী মানস ভুঁইয়া। বলেছেন শান্তিপূর্ণভাবে ডেপুটেশন না দিয়ে ওরা যা করল তার নিন্দার ভাষা নেই। হামলাকারীদের যথাযোগ্য শাস্তির দাবিও করেন মানস। সবাইকে অনুরোধ করেছেন, দশগ্রাম গ্রাম পঞ্চায়েতে শোচনীয় অবস্থা দেখে যেতে।