জঙ্গিপুর পুরসভাকে প্লাস্টিকমুক্ত করবেন জাকির

Must read

সংবাদদাতা, জঙ্গিপুর : প্লাস্টিকদূষণ ক্রমশ লাগামছাড়া হয়ে পড়ছে। পরিবেশ আর স্বাস্থ্য দুটোর ক্ষতি করছে বিস্তর। রঘুনাথগঞ্জ শহরে উন্নয়নের নানা কর্মযজ্ঞ শুরু হয়েছে। জঙ্গিপুর পুরসভাকে উন্নয়নের নিরিখে জেলার মডেল করে তোলার উদ্যোগ হিসাবে একাধিক পরিকল্পনা নেওয়া হচ্ছে। জঙ্গিপুর পুরবাজারে সবজি, মাছ বা ফলের বাজার, এমনকী মিষ্টি বা মুদির দোকানেও যথেচ্ছ প্লাস্টিক ব্যবহার হচ্ছে। বাংলাকে সুন্দর রাখার যে বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তা পালনে রাস্তায় নেমে পড়েলেন জঙ্গিপুর বিধানসভার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জাকির হোসেন (Jakir Hossain)। শুক্রবার বিকেলে শহরকে প্লাস্টিকমুক্ত করার ডাক দিলেন। জানালেন, রাস্তায় রাস্তায় প্লাস্টিকের বিরুদ্ধে অভিযান চলবে। দোকান, বাড়ি সর্বত্র পৌঁছে যাবে পুরসভার একটি দল। সবার হাতে দেবে চটের ব্যাগ, আর প্লাস্টিক ব্যবহার না করতে অনুরোধ জানানো হবে। পুরবাসীর উদ্দেশে জকির (Jakir Hossain) বলেন, ‘ময়লা পরিষ্কার রাখুন। জল জমতে দেবেন না। সবুজায়নের জন্য আমরা প্রচার চালাচ্ছি। প্রচারের মূল্য লক্ষ্যই প্লাস্টিকবর্জন করে, চটের ব্যাগ ব্যবহার করুন। পরিবেশ পরিষ্কার না রাখতে পারলে যতই উন্নতি হোক না কেন মানুষ সুস্থ থাকবে না। প্লাস্টিক যত্রতত্র ফেলায় ড্রেন বুজে যাচ্ছে। বৃষ্টির জল জমছে এবং বিভিন্ন রোগ ছড়াচ্ছে।’ তাঁর অভিযোগ, ‘আগে বাজারে গিয়ে প্লাস্টিক ব্যবহার বন্ধ করার কথা বলে আসার পরেও বন্ধ হয়নি। তাই আবার আজ মানুষের কাছে এসে প্লাস্টিক ব্যবহার না করার আবেদন জানাচ্ছি। চেষ্টার ত্রুটি রাখব না৷ তবে মানুষ সচেতন না হলে শহর প্লাস্টিকমুক্ত করা সম্ভব নয়৷’

Latest article