দক্ষিণ আফ্রিকা থেকেই এবার জেব্রার আগমন মহানগরে

দক্ষিণ আফ্রিকা থেকে এবার জেব্রা (Zebra) আনার সিদ্ধান্ত নেওয়া হল আলিপুর চিড়িয়াখানার (Alipur Zoo) তরফে।

Must read

দক্ষিণ আফ্রিকা থেকে এবার জেব্রা (Zebra) আনার সিদ্ধান্ত নেওয়া হল আলিপুর চিড়িয়াখানার (Alipur Zoo) তরফে। দক্ষিণ আফ্রিকার লিম্পোপো প্রদেশের একটি বন্যপ্রাণী পার্ক থেকে ছয়টি জেব্রা আনা হবে বলে জানা গিয়েছে। ২০১০ সালে ইজরায়েল চারটি জেব্রা উপহার দেওয়া হয় আলিপুরকে। তাদেরই বংশধররা এখন নিউটাউন হরিণালয়-সহ বিভিন্ন চিড়িয়াখানার আছে। বর্তমানে আলিপুরে তিনটি স্ত্রী ও একটি পুরুষ জেব্রা রয়েছে। ২০২২ সালে দ্যুতি সন্তান প্রসব করে। কিন্তু তারপর থেকে আলিপুরে জেব্রা পরিবারে নতুন সদস্যের দেখা নেই। কিন্তু জেব্রার পরিবার বাড়াতে তৎপর কর্তৃপক্ষ। তাই এবার বাইরে থেকে জেব্রা নিয়ে এসে প্রজনন করানো হবে বলেই সিদ্ধান্ত নেয় আলিপুর চিড়িয়াখানা। তবে এবার ইজরায়েলের বলে দক্ষিণ আফ্রিকা থেকে নিয়ে আসা হবে জেব্রা।

আরও পড়ুন-মত্ত অর্ধনগ্ন নেতাপুত্রের মারাঠি মহিলার সঙ্গে অভব্য আচরণ, পুলিশের দ্বারস্থ ইনফ্লুয়েন্সার

দক্ষিণ আফ্রিকা থেকে জেব্রা নিয়ে আসার সিদ্ধান্ত আগেও নেওয়া হয় কিন্তু সেখানে আফ্রিকান ঘোড়া রোগের সংক্রমণ থাকায় সেই সিদ্ধান্ত বদল করা হয়। অন্যদিকে ইজরায়েল গাজার সঙ্গে যুদ্ধে জড়িয়ে যাওয়ায় তাদের সঙ্গেও আর কোনও যোগাযোগ নতুন করে করা হয়নি। তবে এবার ফের দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগাযোগ করলে জানা গিয়েছে তারা ছয়টি জেব্রা পাঠাতে চায়। তবে তাদের কিছুটা সময় লাগবে। এই বছর তাদের হাতে পাওয়া যাবে না। তবে সুখবর হল আলিপুরে এই মাসেই চলে আসবে সবুজ অ্যানাকন্ডা। এছাড়া মধ্যপ্রদেশ থেকে আফ্রিকান সিংহ আনার কথা রয়েছে। মনে করা হচ্ছে, শীতকালেই আফ্রিকান সিংহও আসার সম্ভাবনা রয়েছে।

Latest article