ট্রাম্পের দুই শর্তের মুখে জেলেনস্কি

Must read

প্রতিবেদন: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য আলাস্কায় লাল কার্পেট বিছিয়ে বৈঠক সেরেছেন ডোনাল্ড ট্রাম্প। তার তিনদিন পর সোমবার হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির (Zelensky) সঙ্গে তাঁর বৈঠক ততটা মসৃণ না হওয়ারই সম্ভাবনা। কারণ ইতিমধ্যেই পুতিনের শর্ত মেনে জেলেনস্কির (Zelensky) জন্য দুই কাঁটা সামনে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। এর একটি ক্রিমিয়া এবং অন্যটি ন্যাটো। এদিন বৈঠকের আগেই ইউক্রেনের দুই দাবি আগাম খারিজ করে সোমবার সকাল ৬টা ৪৭ মিনিটে (ভারতীয় সময় অনুসারে) সমাজমাধ্যমে একটি পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি জানিয়ে দেন, অধুনা রাশিয়া অধিকৃত ক্রিমিয়া অঞ্চল আর ফেরত পাবে না ইউক্রেন। এর পাশাপাশি ইউক্রেনের দীর্ঘদিনের আর্জি খারিজ করে ট্রাম্প বলেন, আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর অন্তর্ভুক্ত হতে পারবে না ইউক্রেন। এই দুই কড়া শর্তের মুখে জেলেনস্কি কী করবেন তা নিয়েই চর্চা শুরু।

আরও পড়ুন-ভারত-চিন বৈঠক: মতপার্থক্য যেন বিবাদ না হয়, বললেন জয়শঙ্কর  

Latest article