প্রতিবেদন : রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের ভিত্তিতে দায়ের হল জিরো এফআইআর (FIR)। এই জিরো এফআইআর দায়ের হলে ঘটনা যেখানেই ঘটুক না কেন, তদন্ত করতে পারে অন্য যেকোনও থানা। সাধারণত যেখানে ঘটনা ঘটে, সেখানকার স্থানীয় থানাতেই দায়ের করা হয় এফআইআর। কিন্তু জিরো এফআইআর দায়ের হলে যেকোনও থানার পুলিশই ওই ঘটনার তদন্ত করতে পারে। সেই কারণেই এক নৃত্যশিল্পীর অভিযোগের ভিত্তিতে বোসের বিরুদ্ধে জিরো এফআইআর দায়ের করেছে হেয়ার স্ট্রিট থানার পুলিশ।
আরও পড়ুন-মিথ্যাচার ছেড়ে ঘরছাড়াদের নাম-পরিচয় বলুন, আমরা ঘরে ফেরাব : কীর্তি আজাদ
ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ এবং ১২০বি ধারায় এফআইআরকরা হয়েছে। ইতিমধ্যে দিল্লি পুলিশের কাছেও এফআইআরের কপি পাঠিয়েছে লালবাজার। শুধু রাজ্যপাল নয়, মামলায় জড়িয়েছে বোসের ভাইপোর নামও। রাজ্যপালের ভাইপোই দিল্লিতে বোসের নামে হোটেল বুক করে দিয়েছিলেন বলে উঠেছে অভিযোগ। গতবছর এক নামী ওড়িশি নৃত্যশিল্পী কলকাতা পুলিশে অভিযোগ জানিয়ে দাবি করেন, দিল্লির এক পাঁচতারা হোটেলে দেশের এক উচ্চপদস্থ আমলার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ওই নৃত্যশিল্পীর যৌন হেনস্থা করেন রাজ্যপাল বোস। এই নিয়ে প্রাথমিক তদন্ত করে নবান্নে রিপোর্টও দিয়েছেন লালবাজারের গোয়েন্দারা। এবার সেই অভিযোগের ভিত্তিতেই দায়ের হল জিরো এফআইআর। ইতিমধ্যেই রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের কনফারেন্স রুমে এক মহিলার শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। রাজভবনের সচিব-সহ আরও দুই কর্মীর বিরুদ্ধে মহিলাকে আটকে রেখে শ্লীলতাহানির ঘটনা ফাঁস করতে বাধা দেওয়ায় অভিযোগে এফআইআর দায়ের করা হয়েছিল।