প্রায় চার কোটি টাকার নির্দেশিকা প্রকাশ জেলা পরিষদের

উন্নয়নে গতি বাড়াল দক্ষিণ দিনাজপুর

Must read

দুলাল সিংহ, বালুরঘাট:  আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে জেলায় উন্নয়নমূলক কাজের গতি বাড়াল দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ (Dakshin Dinajpur Zilla Parishad)। ৩ কোটি ৬০ লক্ষ ৬৬ হাজার ৬১৭ টাকার উন্নয়নমূলক কাজের নির্দেশিকা বের করল জেলা পরিষদ। কাজের তালিকায় রাস্তাঘাট নির্মাণ, ড্রেনেজ ব্যবস্থার উন্নতীকরণ, পানীয় জল থেকে শুরু করে উচ্চ বাতিস্তম্ভ স্থাপনও রয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ সূত্রে খবর, জেলায় চারটি সেতু নির্মাণের পরিকল্পনা নিয়ে ইতিমধ্যেই তা বাস্তবায়নের লক্ষ্যে এগোতে শুরু করেছে জেলা পরিষদ (Dakshin Dinajpur Zilla Parishad)। পূর্ত কর্মাধ্যক্ষ মফেজুদ্দিন মিয়াঁ জানিয়েছেন, তাঁরা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমের অধীন গ্রামীণ এলাকাগুলিকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং আবর্জনা সংগ্রহ করে এক জায়গায় রাখায় বেশি জোর দিয়েছেন। জানান, আরও কিছু রাস্তা নির্মাণের পরিকল্পনা রয়েছে। পানীয় জল থেকে রাস্তাঘাট নির্মাণ— কাজগুলি করার চেষ্টা করছি। জেলা পরিষদ সভাধিপতি লিপিকা রায় জানিয়েছেন, যা টাকা এসেছিল, তা দিয়ে তাঁরা রাস্তানির্মাণ, পানীয় জলের ব্যবস্থা, উচ্চ বাতিস্তম্ভ স্থাপন, ড্রেন নির্মাণের মতো কাজগুলি শুরু করেছেন। কিছু কাজের ওয়ার্ক অর্ডার বেরিয়ে গিয়েছে এবং বাকিগুলোরও শিগগির বেরিয়ে যাবে। পাশাপাশি তাঁর দাবি, গত পাঁচ বছরে সাধারণ মানুষদের চাহিদা অনুযায়ী কাজ করায় দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের বোর্ড সফল।

আরও পড়ুন-শতায়ু মাস্টারমশাইয়ের সাড়ম্বর জন্মদিন পালন

Latest article