অসমের (Assam) ভরসাও সেই বাংলা! বাংলার কুমোরটুলি থেকে আমেরিকা, ব্রিটেন, মস্কো, অস্ট্রেলিয়াতে পৌঁছে যায় শিল্পীদের ছোঁয়া। এখানে শিল্পীদের গড়া মূর্তি বিদেশের মাটিতেও পূজিত হয় বহু বছর ধরেই। এবার অসমে সদ্য প্রয়াত সঙ্গীত শিল্পী জুবিন গর্গের (Zubin Garg)মূর্তি বসতে চলেছে আর সেই বরাত পেলেন কুমোরটুলির শিল্পীরা। জানা গিয়েছে, মূলত ফাইবারের মূর্তি বসানো হবে অসমের রাস্তায়। স্বাভাবিকভাবেই এই বরাত পেয়ে খুশি শিল্পীরা।
আরও পড়ুন-মোদিরাজ্যে রিলসের নেশায় জনপ্রিয় ইউটিউবারের ভয়াবহ মৃত্যু
এর মধ্যেই একাধিক মূর্তি বিমানে অসমে পৌঁছে গিয়েছে। দ্রুত গতিতে আরও বেশ কয়েকটির কাজ চলছে। মোট ৭০টিরও বেশি ফাইবার মূর্তির অর্ডার এসেছে বলে জানা যাচ্ছে। ১০টি খুব তাড়াতাড়ি অসমে পাঠানো হবে। মূর্তিগুলি বসানো হবে রাজ্যের বিভিন্ন রাস্তা, পার্ক-সহ জনবহুল জায়গায় তবে সরকারিভাবে কোন ঘোষণা করা হয়নি।
মৃৎশিল্পীরা সাড়ে চার ফুট উঁচু জুবিনের একটি ফাইবার মূর্তি শেষ করতে এখন ব্যস্ত। ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ করে অসমে পাঠানো হবে। এই কাজের মধ্যে অসমের মানুষের আবেগ স্পষ্ট। শিল্পীরাও জানাচ্ছেন জুবিনের প্রতি অসমের মানুষের টান ঠিক কতটা সেটা অর্ডারের সংখ্যা দেখেই বোঝা যাচ্ছে। এই মর্মে অসমবাসীকে কৃতজ্ঞতা জানিয়েছেন শিল্পীরা।
আরও পড়ুন-”যারা বাংলা বিরোধী তাঁদের সাথে আমি নেই” বিমানবন্দর থেকে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর
পুজোর পর এই সময়টা সাধারণত কুমোরটুলিতে ব্যস্ততা তেমন থাকে না তবে এই সময়ে ফাইবার মূর্তি তৈরীর অর্ডার আসে। তবে সেই সংখ্যাও খুব বেশি না। এমন একটা সময়ে জুবিনের মূর্তি তৈরির ব্যস্ততা আলাদাই পরিবেশ এনে দিয়েছে কুমোরটুলি জুড়ে। অসমের মানুষও ভরসা রেখেছেন কুমোরটুলির ওপরই এটাই যে শিল্পীদের কাছে অনেক বড় পাওনা বার বার সেই কথাই স্পষ্ট হয়েছে তাঁদের বক্তব্যে।

