আরও ১২ লাখ ছাত্র-ছাত্রীকে সাইকেল

২০২২ শিক্ষাবর্ষের নবম শ্রেণির ১২ লাখ ২৭ হাজার ৪৮৭ জন ছাত্রছাত্রী সাইকেল নেওয়ার জন্য সবুজসাথী পোর্টালে তাদের নাম নথিভুক্ত করেছে

Must read

প্রতিবেদন : ‘সবুজসাথী’ প্রকল্পে এবার সাইকেল পাবে রাজ্যের আরও ১২ লক্ষ ছাত্র-ছাত্রী। অষ্টম পর্যায়ে ‘সবুজসাথী’ পোর্টালের মাধ্যমে পড়ুয়াদের সাইকেল বিতরণের জন্য নির্দেশিকা জারি করল রাজ্য সরকার। প্রকল্পের আওতায় নবম শ্রেণির পড়ুয়াদের এই সাইকেল দেওয়া হয়। সূত্রের খবর, নবান্নের তরফে নির্দেশ দেওয়া হয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে অষ্টম পর্যায়ে সবুজসাথী পোর্টালের মাধ্যমে সাইকেল বিলি প্রক্রিয়া শুরু করতে হবে। ইতিমধ্যেই সবুজসাথী পোর্টালের মাধ্যমে সাইকেল দেওয়ার জন্য নির্দেশিকা জারি করে দিয়েছে রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতর। চলতি বছরে ১২ লাখের বেশি ছাত্র-ছাত্রী এই সাইকেল পাবে।

আরও পড়ুন-১২ ঘণ্টার রেল রোকো নাকাল হলেন যাত্রীরা

জানা গিয়েছে, ২০২২ শিক্ষাবর্ষের নবম শ্রেণির ১২ লাখ ২৭ হাজার ৪৮৭ জন ছাত্রছাত্রী সাইকেল নেওয়ার জন্য সবুজসাথী পোর্টালে তাদের নাম নথিভুক্ত করেছে। আগামী তিন মাসের মধ্যে সব পড়ুয়ার মধ্যে সাইকেল বিতরণ প্রক্রিয়া শেষ করতে হবে বলে নবান্ন সূত্রে খবর। নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের ৮৭৬৩টি স্কুলের পড়ুয়াদের ‘সবুজসাথী’ প্রকল্পের সাইকেল দেওয়া হবে। রাজ্যজুড়ে মোট ৬১৫টি জায়গা থেকে সাইকেল বিতরণ করা হবে বলে জানা গিয়েছে। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে যাতে সাইকেল বিলির প্রক্রিয়া শেষ করা যায়, তার জন্য জেলাশাসকদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে নবান্নের তরফে। রাজ্যের প্রতি জেলায় আগামী ২০ ডিসেম্বরের মধ্যে যাতে কম করে ৪ হাজার সাইকেল পাঠানো যায়, সে বিষয়েও প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জেলাশাসকদের জানানো হয়েছে নবান্নের তরফে।

Latest article