পাসপোর্ট তৈরিতে ভুয়ো নথি, গ্রেফতার আরও ১

এদিন সকালে শিয়ালদহ স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম ত্রিদিব মণ্ডল। বাগুইআটির জ্যাংড়া এলাকায় থাকে।

Must read

প্রতিবেদন : একই আধার নম্বর ব্যবহার করে একাধিক পাসপোর্ট বানানোর অভিযোগ। এই অভিযোগে বৃহস্পতিবার আরও এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃত বাগুইআটির বাসিন্দা। এদিন সকালে শিয়ালদহ স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম ত্রিদিব মণ্ডল। বাগুইআটির জ্যাংড়া এলাকায় থাকে।

আরও পড়ুন-দোল ও হোলির উৎসবে বাংলায় সতর্ক প্রশাসন পাহারাদার মুখ্যমন্ত্রী

অভিযোগ, নিজের আধার নম্বর ব্যবহার করে একাধিক নামে পাসপোর্ট বানাত সে। শুধু তাই নয়, জাল নথি দিয়েও পাসপোর্ট বানিয়ে দিত অভিযুক্ত, এমনই দাবি তদন্তকারীদের। গত জানুয়ারি মাসে চন্দননগর পুলিশ কমিশনারেট জাল পাসপোর্ট চক্রের সঙ্গে জড়িত থাকার অপরাধে তিনজনকে গ্রেফতার করেছিল। ধৃত ত্রিদিব তাদের এজেন্ট হিসেবে কাজ করত বলেই জানা গিয়েছে। ওই তিনজনেক জেরা করে বাগুইআটির বাসিন্দাকে গ্রেফতার করে ভদ্রেশ্বর থানার পুলিশ। বৃহস্পতিবারই তাকে চুঁচুড়া আদালতে তোলা হয়। রাজ্য জুড়ে জাল পাসপোর্ট-কাণ্ডে ব্যাপক ধরপাকড় চলছে। কলকাতা পুলিশও তৎপরতার সঙ্গে একাধিক পাণ্ডাকে গ্রেফতার করেছে। অভিযোগ, বহু বাংলাদেশের নাগরিককে এভাবেই এদেশে ঢুকতে সাহায্য করেছে এই জাল পাসপোর্ট চক্র।

Latest article