সংবাদদাতা, কোচবিহার : কলকাতা-কোচবিহারের আরও একটি উড়ান পরিষেবা চালু হচ্ছে দ্রুত। মঙ্গলবার এই র্মমে জেলাপ্রশাসনের সঙ্গে একটি বৈঠক হয় বিমান সংস্থার। সেখানে ঠিক হয়েছে, প্রতিদিন চলবে মিলবে পরিষেবা। জেলাশাসক পবন কাদিয়ান জানিয়েছেন, আগের বিমানটি ৯ আসনের ছিল। এটি আরও বড় বিমান হবে বলে বৈঠকে স্থির হয়েছে।
বিস্তারিত পড়ুন-পরকীয়ার জের, প্রেমিকের বাড়ির সামনে অগ্নিদগ্ধ মহিলা
উল্লেখ্য, কলকাতা-কোচবিহার বিমান পরিষেবা চালু হওয়ায় মাত্র দু ঘণ্টায় যাতায়াত সম্ভব হয়েছে। দীর্ঘদিন পর রাজ্য সরকারের উদ্যোগে কোচবিহার বিমানবন্দরে থেকে বিমান চলাচল শুরু হয়েছে। কলকাতা কোচবিহার রুটে ব্যাপক চাহিদা আছে বিমানের। সেজন্য আরেকটি বিমান চালুর দাবি জানিয়েছিল বিভিন্ন সংগঠন শিল্পপতি ব্যবসায়ীরা। অবশেষে সেই দাবিপূরণ হল। প্রশাসন জানিয়েছে, মাস দুয়েকের মধ্যে অপর বিমান পরিষেবা চালু হবে আসা করা যায়।