সময় বাঁচাতে ভার্চুয়াল মাধ্যম

দ্রুত সমাধানের কথা মাথায় রেখে শিলিগুড়ি পুরসভার অভিনব ভাবনা। এবার ভার্চুয়াল মাধ্যমেই বোরোগুলির সঙ্গে বৈঠক হবে মেয়রের।

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : দ্রুত সমাধানের কথা মাথায় রেখে শিলিগুড়ি পুরসভার অভিনব ভাবনা। এবার ভার্চুয়াল (virtual) মাধ্যমেই বোরোগুলির সঙ্গে বৈঠক হবে মেয়রের। মঙ্গলবার শিলিগুড়ি পুর নিগমের পাঁচটি বোরোর সঙ্গে ভার্চুয়াল পদ্ধতি সংযোগ হয়। এতদিন বোরোর বৈঠকগুলিতে সরাসরি ভাবে উপস্থিত থেকে মেয়র ও ডেপুটি মেয়রকে বৈঠক করতে হত। এ-ছাড়াও একদিনে একটি বোরোর বৈঠক হত। ফলে সময় লাগত।

আরও পড়ুন-কলকাতা-কোচবিহার রুটে আরও ১ বিমান

এখন ভার্চুয়াল পদ্ধতিতে যুক্ত হওয়ায় এদিন একসাথে পাঁচটি বোরোর সঙ্গে বৈঠক করেন মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া। এ-ছাড়াও পুজোর আগে ডেঙ্গি-সতর্কতায় বেশি গুরুত্ব দিতে মেয়র গৌতম দেব নির্দেশ দিয়েছেন।

Latest article