সংবাদদাতা, বারাসাত : সম্প্রতি জেলার প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন এবার থেকে সীমান্ত এলাকায় গাড়ি পার্কিংয়ে রাজস্ব আদায় করবে সরকার। অবশেষে সেই কাজ সম্পন্ন হতে চলেছে। জেলা প্রশাসন সূত্রে খবর, ইতিমধ্যেই এশিয়ার বৃহত্তম ও দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর বনগাঁর পেট্রাপোল ও বসিরহাটের ঘোজাডাঙা পরিদর্শন করেন উত্তর ২৪ পরগনার জেলাশাসক সুমিত গুপ্তা। তারপর থেকে দ্রুতগতিতে পরিকাঠামো উন্নয়নের কাজ চলে। জেলাশাসক সুমিত গুপ্তা জানান, ‘মুখ্যমন্ত্রীর নির্দেশের পর আমরা পেট্রাপোল ও ঘোজাডাঙা পরিদর্শন করে সব দিক খতিয়ে দেখেছি। রাজস্ব আদায়ের জন্য উন্নত পরিকাঠামো গড়ে তোলার কাজ চলছে দ্রুততার সঙ্গে।
আরও পড়ুন : রাজ্যে নতুন আতঙ্ক এবার ব্রুসেলা
পাশাপাশি এই রাজস্ব আদায়ে যাতে স্বচ্ছতা থাকে সেদিকেও নজর দেওয়া হচ্ছে।’ বনমন্ত্রী তথা জেলার প্রাক্তন তৃণমূল কংগ্রেস সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘সীমান্ত এলাকার কার পার্কিং নিয়ে আগে লুটপাট চলত। পুরসভাগুলি সামান্য রাজস্ব পেলেও একশ্রেণির প্রভাবশালী দালালচক্র সব অর্থ আত্মসাৎ করত। কংগ্রেস-পরবর্তী ৩৪ বছরের বাম জমানাতেও লুটতরাজ চলেছে। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরে আসে। তিনি স্বচ্ছতার সঙ্গে রাজস্ব আদায়ের নির্দেশ দেন।’ মন্ত্রী বলেন, প্রতি মাসে এই দুই বন্দর থেকে ১০ কোটি টাকারও বেশি রাজস্ব সরকারের খাতায় জমা পড়ার সম্ভাবনা রয়েছে। তাতে দুর্নীতি যেমন বন্ধ হবে, তেমনই এই টাকায় সাধারণ মানুষের জন্য নানা জনহিতকর কাজ করবেন রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।