কাল শুরু পৌষ উৎসব

Must read

দেবর্ষি মজুমদার, শান্তিনিকেতন : বিশ্বভারতী কর্তৃপক্ষ রবীন্দ্র-ঐতিহ্য ধ্বংসে উঠেপড়ে লেগেছেন। যথারীতি শান্তিনিকেতনের প্রাণপ্রিয় পৌষমেলাও হচ্ছে না তাঁদেরই ফরমানে। তাই এবার বিকল্প পৌষ উৎসবের আয়োজন হয়েছে শান্তিনিকেতনের ডাকবাংলো মাঠে। বুধবারই যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়। তার আগে মঙ্গলবার গান্ধীগিরি করে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকেও আমন্ত্রণ জানাতে যান উৎসবের মূল আয়োজক বাংলা সংস্কৃতি মঞ্চের দুই প্রতিনিধি মনীষা বন্দ্যোপাধ্যায় ও আমিনুল হোদা। বুধবার রাত ৮টায় বৈতালিকের মাধ্যমে বিকল্প পৌষমেলার সূচনা হয়। আজ, বৃহস্পতিবার সকাল ৯টায় বিশ্বভারতীর উপাসনাগৃহ তথা কাচমন্দির থেকে বৈতালিকের গান সহযোগে বের হবে শোভাযাত্রা। বোলপুর শহর পরিক্রমার পর শোভাযাত্রা ডাকবাংলো মাঠে শেষ হবে।

আরও পড়ুন : রাজ্যে নতুন আতঙ্ক এবার ব্রুসেলা

বেলা ১১টা নাগাদ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ক্ষুদ্র ও মাঝারি কুটিরশিল্প ও বস্ত্রমন্ত্রী চন্দ্রনাথ সিংহ। থাকবেন সাংসদ অসিত মাল, পশ্চিমবঙ্গ স্বরোজগার নিগম লিমিটেডের সভাপতি অনুব্রত মণ্ডল, তিন বিধায়ক অভিজিৎ সিংহ, বিকাশ রায়চৌধুরি, বিধানচন্দ্র মাঝি, প্রাক্তন উপাচার্য স্বপন দত্ত ও সবুজকলি সেন, পুর প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সন পর্ণা ঘোষ, জেলাশাসক বিধান রায়, পুলিশ সুপার নগেন্দ্র ত্রিপাঠী-সহ প্রশাসনিক কর্তা ও আধিকারিকরা। উপস্থিত থাকবেন বিশ্বভারতীর প্রাক্তনী, ঠাকুর বংশের উত্তরপুরুষ সুপ্রিয় ঠাকুর এবং শান্তিনিকেতন ট্রাস্টের সদস্যরা। মেলায় ৭০০ হস্তশিল্প-সহ ৮০০ স্টল থাকছে। মূল আকর্ষণ লোকশিল্পীদের কবিগান, যাত্রাপালা, মুর্শেদি ও ফকিরি গান। কোভিডবিধি মেনে কঠোর নিরাপত্তার মধ্যেই ডাকবাংলো মাঠে পালিত হবে বিকল্প পৌষ উৎসব। প্রহর গুনছেন এলাকার সংস্কৃতিমনা মানুষ থেকে শিল্পী ও ছোট ও প্রান্তিক ব্যবসায়ীরা।

Latest article