জেলায় জেলায় হজযাত্রীদের টিকা

টিকাকরণের সঙ্গেই হজযাত্রীদের হাতে ফিটনেস সার্টিফিকেট তুলে দেন ডায়মন্ড হারবারের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ জয়ন্ত কুমার শকুল।

Must read

প্রতিবেদন : আগামী ৯ মে থেকে শুরু হচ্ছে হজযাত্রা। এর জন্য প্রয়োজন ফিটনেস সার্টিফিকেট। আর তাই স্বাস্থ্য দফতরের উদ্যোগে বিভিন্ন জেলায় শুরু হল ভ্যাকসিনেশন ক্যাম্প। ডায়মন্ড হারবার ও কাকদ্বীপ মহকুমার হজযাত্রীর জন্য ভ্যাকসিনেশনের ব্যবস্থা করল ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলা।

আরও পড়ুন-নির্বাচনী বন্ড কেলেঙ্কারিতে সিট গঠনের দাবি সুপ্রিম কোর্টে

বুধবার ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে একটি ভ্যাকসিনেশন ক্যাম্পের আয়োজন করা হয়। সেখানে পুরুষ-মহিলা মিলিয়ে মোট ১২৮ জন হজযাত্রীকে ভ্যাকসিন দেওয়া হয়। টিকা দেওয়া হয় হুগলির চুঁচুড়া, চণ্ডীতলা ও আরামবাগেও। এদিন চুঁচুড়ায় সংখ্যালঘু দফতরে চুঁচুড়া ও চন্দননগর মহকুমা মিলিয়ে প্রায় ১০০ জনকে টিকা দেওয়া ব্যবস্থা করা হয় পোলবা গ্রামীণ হাসপাতালের সহযোগিতায়। মূলত তিন ধরনের ভ্যাকসিন দেওয়া হয় হজযাত্রীদের। এর মধ্যে রয়েছে মেনিঙ্গোকক্কাল ভ্যাকসিন, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন ও পোলিও ভ্যাকসিন। টিকাকরণের সঙ্গেই হজযাত্রীদের হাতে ফিটনেস সার্টিফিকেট তুলে দেন ডায়মন্ড হারবারের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ জয়ন্ত কুমার শকুল।

Latest article