ভয়াবহ দুর্ঘটনা, বৈষ্ণোদেবী যাওয়ার পথে খাদে বাস, মৃত ১০

Must read

ঘটল ভয়াবহ দুর্ঘটনা। তীর্থ করতে বৈষ্ণদেবী (Vaishno Devi Accident) যাওয়ার পথে খাদে পড়ল বাস। মঙ্গলবার সকালে এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের।  আহত হয়েছেন ৫৫ জন। তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কাটরা থেকে ১৫ কিলোমিটার দূরে জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের উপর। জানা গিয়েছে, পাঞ্জাবের অমৃতসর থেকে জম্মু-কাশ্মীরের কাটরায়, বৈষ্ণোদেবী যাওয়ার পথে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি। তাতেই বিপত্তি ঘটে।

আরও পড়ুন: গঙ্গায় সমস্ত পদক বিসর্জন দিতে চলেছেন দেশের কুস্তিগিরেরা

পুলিশ সূত্রে খবর, এদিন ভোরে জম্মুর ঝাজ্ঝর কোটলি এলাকায় জম্মু-শ্রীনগর জাতীয় সড়কের  (Vaishno Devi Accident) উপর থেকে খাদে পড়ে যায় যাত্রীবাহী বাসটি। বাসটি মূলত পর্যটক নিয়ে অমৃতসর থেকে কাটরায় বৈষ্ণোদেবী যাচ্ছিল। বাসে মোট ৭৫ জন যাত্রী ছিলেন। বাস খাদে পড়ে যাওয়ার খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ। জম্মু পুলিশের DC জানান, এই দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৭ জনের আশঙ্কাজনক ৪ জনকে সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৩ জনের মৃত্যু হয়। এছাড়া আরও ২৫ জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Latest article