গুগল প্লে-স্টোরে ফিরে এল ১০টি ভারতীয় অ্যাপ

মাশুল না মেটানোর অভিযোগে গুগলের কোপে পড়ে শাদি, ম্যাট্রিমনি ডট কম, ভারত ম্যাট্রিমনি, অডিও অ্যাপ কুকু এফএমের মতো সংস্থা।

Must read

প্রতিবেদন : সরকারি গাইডলাইন অমান্য করায় একাধিক জনপ্রিয় ভারতীয় অ্যাপ নিজেদের প্লে- স্টোর থেকে সরিয়ে দিয়েছিল গুগল। যার মধ্যে ম্যাট্রিমনি অ্যাপ থেকে শুরু করে বিনোদনের অ্যাপও ছিল। খুব স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছিলেন ইন্টারনেট ব্যবহারকারীরা। গুগল প্লে-স্টোরে না পাওয়ায় অ্যাপ ডাউনলোড নিয়ে সমস্যা বাড়ছিল। অবশেষে কাটল জট। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং গুগলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষেই মুছে যাওয়া ১০টি ভারতীয় অ্যাপ নিজেদের প্লে স্টোরে ফেরাল আমেরিকার অন্যতম তথ্যপ্রযুক্তি সংস্থা।

আরও পড়ুন-আসন নেই, প্রার্থী আছে, অসমের তালিকায় অজস্র ভুল, বিপাকে বিজেপি

সমস্যা শুরু হয়েছিল শুক্রবারে। মাশুল না মেটানোর অভিযোগে গুগলের কোপে পড়ে শাদি, ম্যাট্রিমনি ডট কম, ভারত ম্যাট্রিমনি, অডিও অ্যাপ কুকু এফএমের মতো সংস্থা। এছাড়াও অনেক স্টার্টআপ কোম্পানিও এই তালিকায় ছিল। কেন্দ্রীয় কমিশন এর আগে গুগলের ১৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত মাশুল কাঠামো বাতিলের নির্দেশ দিয়েছিল। এই সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় গুগল। মাশুল না দিলে অ্যাপ সরানো নিয়ে সম্মতিও মেলে। কিন্তু ভারতীয় স্টার্টআপ কোম্পানির সঙ্গে আমেরিকার তথ্যপ্রযুক্তি সংস্থার মতের মিল কিছুতেই হচ্ছিল না। তাই শেষমেশ ১০টি ভারতীয় অ্যাপ সরিয়ে দেওয়া হয়। এরপরই আসরে নামে কেন্দ্র। প্রাথমিকভাবে সমস্যার সমাধান হয়েছে বলেই দু’পক্ষের তরফে আশ্বাস মিলেছে।

Latest article