বৃষ্টি-ধসে বিধ্বস্ত মহারাষ্ট্র: মৃত ১০, আটকে একাধিক পরিবার

Must read

মহারাষ্ট্রের (Maharashtra- Landslide) বিভিন্ন এলাকায় অতিভারী বৃষ্টি। বিধ্বস্ত মুম্বই-সহ (Mumbai) একাধিক শহর। গত ৩৬ ঘণ্টা ধরে একনাগাড়ে চলছে বৃষ্টি। দুর্বিসহ পরিস্থিতি। একাধিক এলাকায় নেমেছে ধস। কোথাও কোমর কোথাও আবার বুক পর্যন্ত জমেছে জল। গতকাল, বুধবার রাতে ভারী বৃষ্টির ফলে মহারাষ্ট্রের কঙ্কণ এলাকার রায়গড় জেলার খালাপুর তহসিলের ইরশালওয়াড়ি গ্রামে নামে ধস। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, এই ধসের কারণে মৃত্যু হয়েছেন ১০ জনের। বহু পরিবার আটকে রয়েছে গ্রামে।

গত ৩৬ ঘণ্টা ধরে মুম্বই-সহ মহারাষ্ট্রের (Maharashtra- Landslide) বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বর্ষণের ফলে দুর্বিষহ পরিস্থিতি। বুধবার রাতে ভারী বর্ষণের ফলে মহারাষ্ট্রের কঙ্কণ এলাকার রায়গড় জেলার খালাপুর তহসিলের ইরশালওয়াড়ি গ্রামে ধস নামে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত জানা গিয়েছে, ধসের কারণে চার জনের মৃত্যু হয়েছে। গ্রামে আটকে রয়েছে প্রায় ৫০টি পরিবার। ধসের ফলে ক্ষয়ক্ষতিও হয়েছে বহু।

আরও পড়ুন-I N D I A বনাম মোদিতন্ত্র

বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে ১৫০ থেকে ২০০ মিলিমিটার। ধসের কারণে বিপর্যয় মোকাবিলা বাহিনী নেমেছে উদ্ধারকার্যে। ভারী বৃষ্টির মধ্যে ২৫ জনকে উদ্ধার করে তখনই নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। ধসের জেরে মৃত্যু হয়েছে বহু গৃহপালিত পশুর। ঘটনাস্থলে রয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীর দুটি দল। এবং সেখানে রয়েছে চারটি অ্যাম্বুল্যান্স।

Latest article