দুই রাজ্যে দুর্গা প্রতিমা বিসর্জন দিতে গিয়ে ডুবে মৃত্যু ১০ জনের

Must read

দুর্গা প্রতিমা বিসর্জন দিতে গিয়েই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। রাজস্থানের (Rajasthan- Uttar Pradesh) আজমেরে জলে তলিয়ে মৃত্যু হল সাত জনের। মৃতদের মধ্যে একই পরিবারের তিন সদস্য আছেন। অপর ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশে (Rajasthan- Uttar Pradesh)। সেখানে দুর্গা প্রতিমা বিসর্জনে গিয়ে যমুনায় তলিয়ে গিয়ে মৃত্যু হয়েছে তিনজনের। বুধবার সকালে দুর্গা প্রতিমা বিসর্জন করতে গিয়ে সবচেয়ে বড় দুর্ঘটনাটি ঘটে রাজস্থানের আজমেরের নাসিরাবাদে। দুর্ঘটনার খবর পেয়ে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নাসিরাবাদ সদর থানার ভারপ্রাপ্ত আধিকারিক হেমরাজ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বিজয়া দশমী উপলক্ষে এদিন নাসিরাবাদের নান্দলা গ্রামের বাসিন্দারা দেবী দুর্গার মূর্তি বিসর্জনের জন্য স্থানীয় একটি পুকুরে যান। বৃষ্টির জলে ওই পুকুরটি কানায় কানায় ভর্তি ছিল। বিসর্জনে অংশ নেওয়া যুবকদের বেশ কয়েকজন পুকুরের গভীরতা অনুমান করতে পারেননি। জলে মূর্তি নামানোর সময়ে আচমকাই তাঁরা তলিয়ে যান। চেষ্টা করেও তাঁদের বাঁচানো যায়নি। পরে সাতজনের নিথর দেহ উদ্ধার হয়। ওই সাতজনের মধ্যে একই পরিবারের তিন সদস্য রয়েছেন। অন্যদিকে উত্তরপ্রদেশের আগ্রা সংলগ্ন শিকান্দ্রা থানা এলাকায় যমুনার জলে ডুবে মৃত্যু হয়েছে ১৫ বছরের এক বালকের। পাশাপাশি নিউ আগ্রা থানা এলাকায় যমুনার জলে ডুবে মৃত্যু হয়েছে ১৯ ও ২২ বছরের দুই যুবকের। মৃত দুই যুবকের মধ্যে একজনের দেহ উদ্ধার হয়েছে।

আরও পড়ুন-দলিত নির্যাতনে এগিয়ে ভারত, এটাই কি অচ্ছে দিন!

Latest article