শিলিগুড়ির (Siliguri) বাঘাযতীন পার্ক এলাকায় ১০ টি কুকুর ছানাকে খাবারের মধ্যে বিষ মিশিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে। স্বাভাবিকভাবেই ঘটনায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কে বা কারা এভাবে মেরে ফেলল কুকুর ছানাগুলিকে খুঁজে বার করতে তদন্ত শুরু করেছে পুলিশ। শিলিগুড়ি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বাঘাযতীন পার্ক সংলগ্ন নেতাজি সুভাষ চন্দ্র রোডে কাল শনিবার রাত ১১ নাগাদ একাধিক কুকুরছানাকে রাস্তার এদিক ওদিক মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। কমপক্ষে আটটি কুকুর ছানা উদ্ধার হয়েছে। পুলিশ পরে দুটি কুকুর ছানা উদ্ধার করে।
আরও পড়ুন-হরিয়ানায় প্রতিবেশীর পোষা কুকুরের কামড়ে আহত শিশু, মামলা দায়ের
এলাকাবাসীরা মনে করছেন কেউ খাবারে বিষ মিশিয়ে কুকুর ছানাগুলিকে মেরে ফেলেছে। কুকুর ছানাগুলিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে পশুপ্রেমী সংগঠনকে খবর দেওয়া হয়। স্থানীয় বাসিন্দারা এই বিষয়ে জানিয়েছেন, ১৫টি বাচ্চা হয়েছিল একটি কুকুরের। এর মধ্যে দশটি বাচ্চা কোন কারণে বিষ খেয়ে মারা যায়। নালা থেকে ছয়-সাতটি বাচ্চা উদ্ধার হয়েছে। বাকিদের খোঁজ চলছে।
আরও পড়ুন-নিকিতা গান্ধীর শো দেখতে গিয়ে পদপিষ্ট, মৃত ৪, শোকপ্রকাশ গায়িকার
স্থানীয় পশুপ্রেমী সংগঠনের পক্ষে এক কর্মকর্তা এই বিষয়ে জানান, ‘শনিবার রাতে ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। কেউ বিকেলের দিকে বাচ্চাগুলোকে খাবার দিয়েছিল। সেগুলো খেয়েই তাদের এই অবস্থা। ১৫টি বাচ্চার মধ্যে ১০টি বাচ্চা আমরা খুঁজে পেয়েছি যেগুলো মৃত। ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ জানতে পারা যাবে। পুলিশ তদন্ত শুরু করেছে।’